বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ৫ দিন কেঁদেছিলেন নেইমার!

প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর টানা ৫ দিন কেঁদেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। শুধু তাই নয়, আন্তর্জাতকি ফুটবল থেকে অবসরেরও চিন্তা করেছিলেন তিনি। ব্রাজিলিয়ান এক ইউটিউবারকে দেয়া সাক্ষাতে নেইমার জানিয়েছেন এ তথ্য। সাক্ষাৎকারে তিনি বলেন, আমি জানি না তখন আমার মাথার মধ্যে কী ঝড় বয়ে যাচ্ছিল। নিশ্চিত, এটা ছিল আমার ক্যারিয়ারে সবচেয়ে দুঃখজনক পরাজয়। আমি টানা ৫ দিন কেঁদেছিলাম। এটা আমাকে খুব দুঃখ দিয়েছিল। এমন একটা বিষয়ের সামনে এসে আমার স্বপ্ন শেষ হয়ে যাবে, ভাবতেও পারিনি। কাতার বিশ্বকাপ জয়ের জন্য কোনো অংশেই শক্তি কম ছিল না ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। প্রতিটি পজিশনেই একাধিক বিকল্প ছিল কোচ তিতের হাতে। তবুও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ধরা খেয়ে যেতে হলো। টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট। ১০৫+১ মিনিটের মাথায় অবিশ্বাস্য এক গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। এরপর ১১৭ মিনিটে উল্টো এক গোল হজম করে ফেলতে হয়। শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে স্বপ্নভঙ্গ হয় নেইমারের। গত বছর ৯ ডিসেম্বর ব্রাজিলের বিদায়ের পর এখনো পর্যন্ত অবশ্য কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি নেইমার। ক্রোয়েশিয়ার কাছে ওই হারটা যদি নেইমার নিজের গোল করার পর না হতো তাহলে এতটা কষ্ট পেতেন না তিনি। কিন্তু যখন নিশ্চিত ড্রয়ের ম্যাচে নিজে অবিশ্বাস্য একটি গোল করে ফেললেন, এরপর ব্রাজিলের এমন পরাজয় মেনে নেয়ার মতো নয়। নেইমার কষ্টটাও বেশি পেয়েছেন এ কারণে। পিএসজির এই সুপারস্টার বলেন, আমি এমন কোনো গোল করার জন্য প্রস্তুতও ছিলাম না। যদি ম্যাচটা ০-০ তে থাকত এবং টাইব্রেকারে হেরে যেতাম, তাহলে এত কষ্ট পেতাম না। অথচ আমি একটা গোল করলাম, এরপর আবার সমতায় ফিরে আসতে হলো, শেষে পেনাল্টিতে হেরে গেলাম। এটা এমন এক দুঃখ, যেটার অনুভূতি শুধুমাত্র খেলোয়াড় এবং দলের কর্মকর্তারাই বোঝে। নিজের জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত হিসেবে ওই মুহূর্তকে বর্ণনা করে নেইমার বলেন, ‘এটা ছিল আমার জীবনের সবচেয়ে বাজে মুহূর্ত। তখন আমাদের মনে হচ্ছিল যেন কোনো মরণযাত্রা। কেউ একপাশে কাঁদছে তো অন্য কেউ অন্যপাশে কাঁদছে। এটা খুবই ভয়ঙ্কর একটি বিষয়। এমন অনুভূতি, যেটা চাই না আর জীবনে কখনো আসুক। এখনো পর্যন্ত ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন নেইমার। ২০১৪, ২০১৮ এবং ২০২২। ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। সেবার জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল তারা। নেইমার অবশ্য ইনজুরিতে পড়ে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েন। ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিলিয়ানরা। এরপর এবার ২০২২ সালের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় নেইমার অ্যান্ড কোং।