দেশের আট বিভাগে অ্যাথলেটিকস টার্ফ!

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্পোর্টস রিপোর্টার

একজন খেলোয়াড় যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে তার পক্ষে বড় কিছু করা সম্ভব হয়। এজন্যই অ্যাথলেটিকসকে ‘মাদার অব দ্য গেম’ বলা হয়ে থাকে। কিন্তু অ্যাথলেটদের জন্য দেশে মাত্র তিনটি টার্ফ রয়েছে। তার একটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, আর্মি স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি)। এর মধ্যে কেবল বঙ্গবন্ধু স্টেডিয়ামই সার্বজনিন। তাই অ্যাথলেটদের মান বাড়াতে দেশের বাকি সাত বিভাগে অ্যাথলেটিকসের টার্ফ বসানোর জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছে অ্যাথলেটিকস ফেডারেশন। জানা গেছে, সেই চিঠিকে আমলে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ১৭ জুলাই ক্রীড়া পরিষদের পরিচালক শামসুল আলম এই সংক্রান্ত আটটি পৃথক চিঠি ইস্যু করেছেন। আট বিভাগের জেলা ও বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের ১৬ জন প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নিযুক্ত করা হয়েছে। তারা সরেজমিন স্টেডিয়াম পরিদর্শন করে সেখানে টার্ফ স্থাপন করা যাবে কি না সেই রিপোর্ট দেবেন তারা। তাদের রিপোর্টের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ পরবর্তী পদক্ষেপ নেবে। ক্রীড়া পরিষদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। তিনি বলেন, ‘অ্যাথলেটিকসের প্রসার এবং তৃণমূল থেকে ভালো খেলোয়াড় উঠে আসতে হলে জেলা পর্যায়েও টার্ফ প্রয়োজন। আমাদের চিঠির পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ কার্যকরি ভূমিকা নেওয়ায় তাদের ধন্যবাদ।’