ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাফের দুই টুর্নামেন্টে একই গ্রুপে বাংলাদেশ ও ভারত

সাফের দুই টুর্নামেন্টে একই গ্রুপে বাংলাদেশ ও ভারত

চলতি মাসেই ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। জামাল ভূঁইয়া-সুনিল ছেত্রীদের পর এবার দক্ষিণ এশিয়ারসেরা হওয়ার লড়াইয়ে নামছে বয়সভিত্তিক দলগুলো। ১ থেকে ১০ সেপ্টেম্বর ভুটানে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ এবং ২১ থেকে ৩০ সেপ্টেম্বর নেপালে হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। গতকাল শনিবার ঢাকায় দুটি টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাফুফে ভবনে অনুষ্ঠিত ড্রয়ে ছয় দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। ফিফার নিষেধাজ্ঞায় থাকায় শ্রীলঙ্কা নেই কোনো টুর্নামেন্টে। দুটি টুর্নামেন্টেরই গ্রুপ পর্বে দেখা হয়ে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের। অনূর্ধ্ব-১৬ তে বাংলাদেশ, ভারত ও নেপাল খেলবে ‘এ’ গ্রুপে। ‘বি’ গ্রুপের তিন দল হচ্ছে- মালদ্বীপ, ভুটান ও পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ এ বাংলাদেশ ও ভারত পড়েছে ‘বি’ গ্রুপে। অন্য দলটি ভুটান। ‘এ’ গ্রুপের তিন দল মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান। দুটি টুর্নামেন্টের ড্র পরিচালনা করেছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। উপস্থিত ছিলেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত