ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আন্তঃজেলা ভলিবল শুরু

আগামী সেপ্টেম্বরে কক্সবাজারে হবে বিচ ভলিবলের বাছাই পর্ব
আন্তঃজেলা ভলিবল শুরু

‘অলিম্পিক গেমস বিচ ভলিবলের বাছাই পর্ব বাংলাদেশে হবে সেপ্টেম্বরে। বিশ্বের বৃহত্তম সমূদ্র সৈকত কক্সবাজারে পুরুষদের ২২টি ও মেয়েদের ১৭টি দল অংশ নেবে। সেই যোগ্যতা আমরা অর্জন করেছি। এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপেও খেলছে বাংলাদেশ’, দেশের ভলিবল এভাবেই এগিয়ে যাচ্ছে বলে শনিবার আন্তঃজেলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উদ্বোধনকালে কথাগুলো বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি ও মিনিস্টর গ্রুপের চেয়ারম্যান এমএ রাজ্জাক খান, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফজলে রাব্বি, আজিজুর রহমান ও কোষাধ্যক্ষ অসীম সাহা। শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ১৪টি জেলা দলের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তঃজেলা ভলিবলের চূড়ান্ত পর্বের খেলা। উদ্বোধনী দিনের খেলায় ঢাকা ৩-১ সেটে বগুড়াকে, নড়াইল ৩-০ সেটে টাঙ্গাইলকে, দিনাজপুর সমান ব্যবধানে পটুয়াখালীকে এবং রাজশাহী ৩-২ সেটে কিশোরগঞ্জকে হারায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত