ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে জাতীয় টেবিল টেনিস শুরু

চট্টগ্রামে জাতীয় টেবিল টেনিস শুরু

নয়টি ইভেন্টে প্রায় আড়াইশ’ খেলোয়াড়ের অংশগ্রহণে চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টের খেলা। গতকাল শনিবার চট্টগ্রাম রাইফেলস ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন, সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর উপস্থিত ছিলেন। এবারের আসরে দেশের ৩৭টি দল অংশ গ্রহণ করছে। দলগুলোর মধ্যে তিনটি সার্ভিসেস দল, একটি বিশ্ববিদ্যালয়, পাঁচটি বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ২৮টি জেলা ক্রীড়া সংস্থা রয়েছে। সার্ভিসেস দল তিনটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি.। বিশ্ববিদ্যালয় দলটি হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। পাঁচটি বিভাগীয় ক্রীড়া সংস্থা হচ্ছে যথাক্রমে সিলেট, রংপুর, খুলনা, রাজশাহী এবং বরিশাল। এছাড়া ২৮টি জেলা ক্রীড়া সংস্থা হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, বান্দরবান, গোপালগঞ্জ, চাঁদপুর, ফেনী, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, পাবনা, বরিশাল, পটুয়াখালী, হবিগঞ্জ, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাগুরা, নওগাঁ এবং নারায়নগঞ্জ। এবারের চ্যাম্পিয়নশিপে ২৫০ খেলোয়াড় অংশগ্রহণ করবেন; যাদের মধ্যে পুরুষ ১১৩ জন, মহিলা ৪৩ জন, বালক ৪৬ জন এবং বালিকা ২৮ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত