ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানও ফারজানা

ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানও ফারজানা

মেয়েদের ক্রিকেটে ওয়ানডে সংস্করণে এত দিন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল দুজনের। ৭৫ রান করে করেছিলেন রুমানা আহমেদ ও সালমা খাতুন। দ্বিতীয় সর্বোচ্চ ছিল ফারজানা হকের ৭১ রান। গতকাল শনিবার সব ছাপিয়ে ফারজানা নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। ওপেন করতে নেমে পুরো ইনিংস টেনে নিলেন তিনি। ওয়ানডেতে বাংলাদেশের নারী দল পেল প্রথম সেঞ্চুরিয়ান। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রেকর্ড গড়া এই শতরান উপহার দেন ফারজানা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইনিংস শুরু করতে নেমে শেষ ওভার পর্যন্ত খেলেন ৩০ বছর বয়সি ব্যাটার। ১৬০ বলে ১০৭ রান করে রান আউট হন ইনিংসের শেষ বলে। স্ট্রাইক রেট অবশ্য খুব ভালো নয় তার। শতরান স্পর্শ করেন ১৫৬ বলে। তবে একটা প্রান্ত থেকে তিনি ধরে রাখেন দলের হাল। তার শতরানের সৌজন্যেই আগের ম্যাচগুলোর ব্যাটিং ব্যর্থতাকে পেছনে ফেলে ৫০ ওভারে ২২৫ রানের লড়িয়ে পুঁজি গড়তে পারে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি, দেশের মাঠে এটিই সর্বোচ্চ। দেশের মাঠে আগের সর্বোচ্চ ছিল ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২১০। সব মিলিয়ে সর্বোচ্চ গত বছর পাকিস্তানের বিপক্ষে ২৩৪। ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সেঞ্চুরি করেছিলেন ফারজানা। বাংলাদেশের হয়ে দুই সংস্করণে সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তাই তিনিই। এই ম্যাচের আগে আলোচনায় ছিল একের এক ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা ও বারবার থিতু হয়েও আউট হয়ে যাওয়া। বাংলাদেশের কোচ হাশান তিলকারত্নে ম্যাচের আগের দিন বলেন, ফিটনেস ও মনোসংযোগের ঘাটতির কারণে বড় ইনিংস খেলতে পারছেন না ব্যাটাররা। পরদিনই সেঞ্চুরিতে সামর্থ্যরে ছাপ রাখলেন ফারজানা। বাংলাদেশের হয়ে ওয়ানডে আগের সর্বোচ্চ ছিল যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ভারতের বিপক্ষেই ২০১৩ সালে আহমেদাবাদে ৭৫ রান করেন সালমা, পরের ম্যাচে তা স্পর্শ করেন রুমানা। ১০ বছর পর তাদের ছাড়িয়ে গেলেন ফারজানা। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ উদ্বোধনী জুটিতেই এ দিন ইঙ্গিত দেয় বড় কিছুর। আগের ম্যাচে তিনে নামা ফারজানা এবার ইনিংস শুরু করেন একাদশে ফেরা শামিমা সুলতানার সঙ্গে। দুজনে গড়েন ৯৩ রানের জুটি। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শুরুর জুটিতে এর চেয়ে বেশি রান আছে আর কেবল একটি জুটির। ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শারমিন আক্তার ও শুকতারা রহমানের ১১৩ রান। ৭৮ বলে ৫ চারে ৫২ রান করে আউট হন শামিমা। দ্বিতীয় উইকেটে নিগার সুলতানার সঙ্গেও জমাট আরেকটি জুটি গড়ে তোলেন ফারজানা। এই জুটিতে আসে ৭১ রান। অধিনায়ক নিগার ফেরেন ২৪ রান করে। ফারজানা ফিফটিতে পা রাখেন ৯৭ বলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত