ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবশেষে এমবাপ্পেকে ছেড়েই দিচ্ছে পিএসজি

অবশেষে এমবাপ্পেকে ছেড়েই দিচ্ছে পিএসজি

গত বছর রিয়াল মাদ্রিদের প্রস্তাব শেষ মুহূর্তে নাকচ করে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে ২ বছরের চুক্তি করেন কিলিয়ান এমবাপ্পে। এক বছর নতুন চুক্তির পথ খোলা রাখা হয়েছিল। কিন্তু ২০২৪ সালের জুনের পর আর থাকতে চান না তিনি। এই ইচ্ছার কথা জানিয়ে অনেক আগেই ফরাসি ক্লাবটিকে চিঠি লেখেন এমবাপ্পে। এবার নিজেদের অধিনায়ককে ছেড়েই দিচ্ছে পিএসজি। ফ্রেঞ্চ এই স্ট্রাইকারকে ছাড়াই প্রাক-মৌসুমের জাপান এবং কোরিয়া সফর শুরু করছে ক্লাবটি। এর মাধ্যমে এমবাপের ক্লাব ত্যাগ অনেকটাই নিশ্চিত হয়ে গেলো। যদিও এর আগে আরেক তরুণ জাভি সিমনকে ধারে পাঠানোতে এমবাপ্পের থেকে যাবার ধারণাই করেছিলেন অনেকে। তবে, শেষ মুহূর্তের নাটকীয়তায় এমবাপ্পেকে ছেড়ে দেয়াই উত্তম মনে করছে ক্লাবটি। দলবদলের বিশ্বস্ত সূত্র ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, পিএসজি মনে করছে তারা এমবাপ্পের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছে। সেইসাথে ২০২৪ সালে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার ব্যাপারে এমবাপ্পের সবুজ সংকেত প্রদানকেও ভালোভাবে দেখছেনা ক্লাবটি। এসবের সূত্র ধরেই এমবাপ্পেকে দলবদলের বাজারে বিক্রয়ের জন্য উন্মুক্ত করে দিয়েছে ক্লাবটি। যার অর্থ, খেলোয়াড়ের সম্মতিতে যেকোন ক্লাবই এখন এই ফ্রেঞ্চ তারকাকে নিজেদের করে নিতে পারবে। তবে, এমবাপ্পে নিজে অন্য কোন ক্লাবে যেতে চান কি না, তা নিয়েও আছে প্রশ্ন। বেশ কিছুদিন ধরেই এমবাপ্পে এবং পিএসজির সম্পর্কে টানাপড়েন ছিল। একাধিক সাক্ষাৎকারে ক্লাব সম্পর্কে বিভিন্ন নেতিবাচক মন্তব্যও করেছিলেন গত বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী এই তারকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত