ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান তুষার

পুলিশকে তিনে রেখে শেখ রাসেলে যোগদান
এবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে চান তুষার

শেষ হয়ে গেল ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২২-২৩ মৌসুম। সদ্য শেষ হওয়া মৌসুমে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থেকে এবার লিগ শেষ করেছে দলটি। ২০ ম্যাচে ১০ জয়, ৫ ড্র এবং ৫ হারে পুলিশের সংগ্রহ ছিল ৩৫ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস; লিগ রানার্স আপ আবাহনী লিমিটেডের সংগ্রহ ছিল ৪০ পয়েন্ট। পুলিশের সাফল্যের অন্যতম নায়ক দলটির গোলরক্ষক রাকিবুল হাসান তুষার। ক্যারিয়ারে সেরা একটা মৌসুম পার করেছেন গাজীপুর জেলার কাপাসিয়ার এ ফুটবলার। পুলিশ এফসিতে তুষারের অনবদ্য পারফরম্যান্স এবার নজর কেড়েছে সকলের। ফলে নতুন মৌসুম ২০২৩-২৪- এর দলবদল শুরুর আগেই তাকে নিয়ে একরকম টানাহেঁচড়া শুরু হয়। পুলিশ এফসিসহ অন্তত পাঁচটি ক্লাবের রাডারে ছিলেন তুষার। তবে শেষ পর্যন্ত দেশের অন্যতম শীর্ষ ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রে নাম লিখিয়েছেন তিনি। ফলে সামনের মৌসুমে শেখ রাসেলের জার্সিতে দেখা যাবে তরুণ-মেধাবী এ গোলরক্ষককে। লিগে ক্লাব কর্তাদের নজর কাড়লেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্তাদের নজরে আসতে পারেননি তুষার। বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি গাজীপুরের এ ফুটবলারকে একরকম অবহেলাই করেছেন। পারফরম্যান্সে দ্রুতি ছড়িয়েও জাতীয় দলে সুযোগ করে নিতে পারেননি তিনি। বরং সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে সাধারণমানের পারফরম্যান্স করেও অনেকে জাতীয় দলের চূড়ান্ত এবং প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন। ২০২২-২৩ মৌসুমের ঘরোয়া লিগ-টুর্নামেন্টে কেমন ছিল তুষারের পারফরম্যান্স। সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগে তুষার পুলিশ এফসির হয়ে ২০ ম্যাচের মধ্যে খেলেছেন ১৩ ম্যাচে। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ মিলে খেলেছেন আরো ৩টি ম্যাচ। সর্বমোট ১৬ ম্যাচে সেরা একাদশে ছিলেন তুষার। এর মধ্যে ৬টি ক্লিন শিট রয়েছে তার। গোল হজম করেছেন ১২/১৩টির মতো। অথচ জাতীয় দলে ডাক পাওয়া এমন গোলরক্ষক রয়েছেন যারা ২৫/৩০ গোল হজম করেছেন; তুষারের চেয়ে ক্লিন শিটের সংখ্যাও কম। অথচ তাদেরকে জাতীয় দলে রাখা হলেও কোনো এক অজানা কারণে ব্রাত্য ছিলেন তুষার। নিজেকে প্রমাণ দিয়ে প্রতিনিয়ত এগিয়ে চলেছেন মেধাবী গোলরক্ষক তুষার। দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে এ গোলরক্ষকের শুরুটা শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস দিয়ে। কিংসকে বাংলাদেশ চ্যাম্পিয়শিপ লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন করে ২০১৮-১৯ মৌসুমে প্রথমবারের মতো কিংসের জার্সিতে প্রিমিয়ার লিগ খেলেন তিনি। এক মৌসুম বসুন্ধরা খেলেই এরপর চলে যান পুরনো ঢাকার ক্লাব রহমতগঞ্জে। করোনার কারণে লিগ বাতিল হয়ে গেলে পরের মৌসুমও রহমতগঞ্জেই থেকে যান। টানা দুই মৌসুম পুরনো ঢাকার ক্লাবে দারুণ খেলা তুষারকে ২০২২-২৩ মৌসুমে পুলিশ এফসিতে নিয়ে আসেন দলটির কর্তারা। পুলিশ এফসিতে যেভাবে একের পর এক ম্যাচে পারফরম্যান্স করেছেন; খেলার সুযোগ পেয়েছেন সেটা যদি শেখ রাসেলে অব্যাহত থাকে তাহলে বসুন্ধরা কিংসের গোলরক্ষক জিকোর পর আরো একজন সম্ভাবনাময় জাতীয় তারকাকে শিগগিরই ফুটবলের মঞ্চে দেখা যাবে বলে অনেকের মত। তবে তুষারের ভাবনা ভিন্ন। তার এখন একটা কথা, সামনের মৌসুমটা শেখ রাসেলের হয়ে ভালো খেলার। দলকে একটা ট্রফি অন্তত উপহার দেয়ার। সেই সঙ্গে জাতীয় দলের জার্সিটাও গায়ে জড়াতে চান তুষার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত