এশিয়া কাপ ও বিশ্বকাপ

টাইগারদের কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাচ্ছেন কারা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে সিরিজের কথা বাদ দিলে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছে টাইগাররা। ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে আফগানদের নাস্তানাবুদ করে রেকর্ডগড়া জয় পেয়েছে বাংলাদেশ দল। তবে তামিম ইকবাল ইস্যুতে বিব্রত লাল সবুজ দল ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ খুইয়েছে। অবশ্য দ্রুতই ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে রশিদণ্ডফারুকিদের হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল। এরপরই এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতির জন্য কন্ডিশনিং ক্যাম্প শুরুর দিনক্ষণ ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা অনুযায়ী ২৯ জুলাই থেকে ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। তার আগে কথা ছিল এশিয়া কাপকে সামনে রেখে দল ঘোষণার। কিন্তু ক্যাম্প শুরুর পাঁচ দিন আগে সেটি পিছিয়ে দিল বিসিবি। পরিবর্তিত সূচিতে ২৯ জুলাইয়ের পরিবর্তে ৩১ জুলাই থেকে শুরু হবে ক্যাম্প। এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে শুরু হওয়া সেই ক্যাম্পে থাকবেন ২৮ জন ক্রিকেটার। গতকাল সোমবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তবে কেনো পিছিয়ে দেওয়া হলো সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি সাবেক এই ক্রিকেটার। নান্নু বলেন, ‘২৭ থেকে সর্বোচ্চ ২৮ জনকে কন্ডিশনিং ক্যাম্পে ডাকব।’ কারা ডাক পাচ্ছেন সেই ক্যাম্পে? আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে যারা ওয়ানডে সিরিজ খেলেছেন, তাদের বাইরে কি আরো ক্রিকেটার থাকবেন? একদম বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ কি থাকবেন এই ক্যাম্পে? কন্ডিশনিং ক্যাম্পের দল ঘোষণাই বা কবে? প্রধান নির্বাচকের কূটনৈতিক জবাব, ‘যেহেতু কন্ডিশনিং ক্যাম্প, তাই আমরা ঢাকা-ঢোল পিটিয়ে দল ঘোষণা নাও করতে পারি। আমরা হয়তো কয়েকজন ক্রিকেটারকে বাড়তি ডাকব। তবে সেটা নীরবে, নিবৃতে। সে তালিকায় কারা থাকবে, আমরা আগে থেকে তা বলতে চাচ্ছি না।’ কোনো বিশেষ ক্রিকেটারেরও নাম বলতে চাননি নান্নু। তবে হাবভাবে বোঝা যাচ্ছে কন্ডিশনিং ক্যাম্পে সম্ভাব্য সবাইকেই দেখা যেতে পারে। এমনকি নিকট অতীত ও বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা গেলেও অবাক হবার কিছু থাকবে না। তাকেও হয়ত পরখ করে নেয়া হতে পারে। সঙ্গে ওপেনিং, মিডল অর্ডার ব্যাটার এবং একাধিক বোলিং অলরাউন্ডারকে দেখা যেতে পারে। টপ অর্ডারে নাইম শেখ, মিডল অর্ডারে আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, শেখ মাহদি, মৃত্যুঞ্জয় চৌধুরীর সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতও থাকতে পারেন। এর বাইরে জাতীয় ওয়ানডে দলের পুরো বহরের থাকার সম্ভাবনা বেশি বলে জানা গেছে। এদিকে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল কন্ডিশনিং ক্যাম্প শুরুর এক সপ্তাহ আগেই স্কোয়াড দিয়ে দেবে বোর্ড। অর্থ্যাৎ গত ২২ জুলাই এশিয়া কাপের দল ঘোষণার কথা ছিল। কিন্তু পূর্ব ঘোষিত সময়ের পর দুইদিন পেরিয়ে গেলেও দল ঘোষণা করা সম্ভব হয়নি বোর্ডের পক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র মারফত জানা গেছে দুই একদিনের ভেতরও সম্ভাবনা নেই স্কোয়াড দেয়ার। তবে কন্ডিশনিং ক্যাম্পের আগেই এশিয়া কাপের স্কোয়াড জানিয়ে দেবে বোর্ড। ৩০ আগস্ট শুরু হবে এশিয়া কাপের চলতি বছরের আসর। পাকিস্তান টুর্নামেন্টের মূল আয়োজক হিসেবে থাকলেও কেবল ৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে। ফাইনালসহ বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। পাকিস্তানে খেলাগুলো হবে মুলতান ও লাহোরে। আর শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে ক্যান্ডিতে। এরপর সুপার ফোর থেকে ফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচ খেলা হবে কলোম্বোতে।