ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চলে গেলেন ক্রীড়া সংগঠক টিপু

চলে গেলেন ক্রীড়া সংগঠক টিপু

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও আর্চারি ফেডারেশনের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপু আর নেই। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ক্রীড়া সংগঠক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ টিপু সোমবার সকালে নিজ বাসায় মাথা ঘুরে পড়ে যান। এরপর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। পরে সিটি স্ক্যান করানো হলে তার রিপোর্ট ভালো আসেনি। তাই আইসিইউতে রাখা হয় তাকে। কিন্তু অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় নেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু মস্তিষ্কের রক্তক্ষরণে চলেই গেলেন না ফেরার দেশে। আর্চারি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম টিপুর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এক শোকবার্তায় প্রতিমন্ত্রী টিপুর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, ‘রফিকুল ইসলাম টিপু ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। ক্রীড়াঙ্গনের জন্য নিবেদিত প্রাণ এক মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি দেশের টেবিল টেনিস ও আর্চারিসহ অন্যান্য খেলার উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার কর্মের মধ্যে দিয়েই ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।’ টিপুর মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা শোক প্রকাশ করেছে। তিনি সত্তর দশক থেকেই টেবিল টেনিসের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত