র‌্যাংকিংয়ে রেকর্ড গড়া উচ্চতায় ফারজানা ও নাহিদা

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজটি বাংলাদেশকে অনেক প্রাপ্তি এনে দিয়েছে। প্রথমবারের মতো ভারতকে ওয়ানডেতে হারিয়ে ইতিহাস গড়া ছাড়াও তিন ম্যাচের সিরিজটি ড্র করেছে টাইগ্রেসরা। এই সিরিজেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান ফারজানা হক। এছাড়া অনবদ্য ভূমিকা ছিল স্পিনিং অলরাউন্ডার নাহিদা আক্তারেরও। তাদের পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র‌্যাংকিংয়ে। আইসিসি উইমেন’স ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে বাংলাদেশের সবসময়ের সেরা অবস্থান অর্জন করে নিলেন এই অভিজ্ঞ ব্যাটার। বোলারদের মধ্যে একই উচ্চতায় পা রাখলেন নাহিদা আক্তার। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে র‌্যাংকিংয়ের সেরা বিশে জায়গা করে নিলেন ফারজানা। বোলিংয়ে শীর্ষ বিশে আগে ছিলেন একজন। তবে বিশের ওপরে নাহিদাই প্রথম। গতকাল মঙ্গলবার র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। ফারজানা, নাহিদা ছাড়াও বড় লাফ দিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন ও রাবেয়া খান। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা ১১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৯ নম্বরে উঠেছেন। স্পিনার নাহিদা ৫ ধাপ এগিয়ে বোলিং র‌্যাংকিংয়ে ১৯ নম্বরে আছেন। ব্যাটিংয়ে এতদিন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে ছিলেন রুমানা আহমেদ। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ২৫ নম্বরে উঠেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার রেকর্ড ভেঙে আজ ফারজানা উঠলেন নতুন উচ্চতায়। ক্যারিয়ার সেরা ৫৬৫ রেটিং পয়েন্ট জ্বলজ্বল করছে তার নামের পাশে। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভাবনীয় পারফরম্যান্স ছিল ফারজানার। প্রথম দুই ম্যাচে ২৭ ও ৪৭ রানের ইনিংস খেলার পর তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকান ডানহাতি ওপেনার। ১০৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান।