ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে চার পরামর্শ সাকিবের

পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে চার পরামর্শ সাকিবের

দেশে প্রতি বছরই পানিতে ডুবে মৃত্যু হয় অসংখ্য শিশুর। প্রতিদিনই এভাবে অন্তত ৪০ জন শিশুর মৃত্যুর কথা জানিয়েছে ইউনিসেফ। শিশুমৃত্যু রোধে আন্তর্জাতিক এই সংস্থাটির শুভেচ্ছাদূত হিসেবে সচেতনতামূলক প্রচারণায় নেমেছেন বিশ্বসেরা বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এক ভিডিও বার্তায় তিনি অভিভাবকদের উদ্দেশে চারটি পরামর্শ দিয়েছেন। সাকিব বলেন, বাংলাদেশে ৫ বছরের কম বয়সি শিশুদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো পানিতে ডোবা। প্রতি বছর এদেশে পানিতে ডুবে ১৪ হাজার শিশুর মৃত্যু হয়। তাই ‘বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে এই অকাল মৃত্যু প্রতিরোধে সব বাবা-মা ও কমিউনিটিকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। এভাবে শিশুমত্যু এড়াতে সাকিব চারটি পরামর্শ দিয়েছেন, ‘ছোট শিশুদের নজরে রাখা বিশেষ করে যখন তারা পানির আশপাশে থাকে, উন্মুক্ত জলাশয়ের চারপাশে বেড়া দেওয়া এবং পানির যেকোনো বড় পাত্র ঢেকে রাখা। পাশাপাশি সন্তানের বয়স ৬ বছর হলেই তাদের সাঁতার শেখাতে হবে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ প্রতিনিধি ড. বারদান জাং রানা বলেন, পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি যে কাউকে গ্রাস করতে পারে, আমাদের প্রত্যেককে পানি-সংক্রান্ত দুর্ঘটনা থেকে সুরক্ষার দায়িত্ব নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা হাত মেলাই, একে অপরকে ক্ষমতায়ন করি এবং এমন একটি বিশ্ব গড়ার চেষ্টা করি যেখানে প্রতিটি জীবন এই প্রতিরোধযোগ্য দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকবে। ডব্লিউএইচওর ‘গ্লোবাল রিপোর্ট অন ড্রাউনিং : প্রিভেনটিং এ লিডিং কিলার’ শীর্ষক প্রতিবেদনে ওঠে এসেছে যে, এই অঞ্চলে পানিতে ডুবে মৃত্যু হার এখনও বৈশ্বিক গড়ের চেয়ে অনেক বেশি। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে পানিতে ডুবে যাওয়াকে ১০ থেকে ১৪ বছর বয়সি শিশুদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ, ৫ থেকে ৯ বছর বয়সি শিশুদের জন্য তৃতীয়, ১৫ থেকে ২৪ বছর বয়সীদের জন্য ষষ্ঠ এবং ৫ বছরের কম বয়সি শিশুদের জন্য সপ্তম সর্বোচ্চ কারণ হিসেবে পাওয়া গেছে। পরিবার ও কমিউনিটিগুলোর জন্য সহজ নির্দেশিকাণ্ড শিশুরা কীভাবে নিজেদের সুরক্ষা করতে পারবে তার উপায় ও সাঁতার শেখানো এবং যেসব শিশুদের এখনো স্কুলে যাওয়ার বয়স হয়নি, তাদের জন্য শিশুযত্ন কেন্দ্রের সুবিধাগুলোর মতো স্বল্প খরচের সমাধান শিশুদের পানিতে ডুবে মৃত্যুরোধ করতে বড় ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত