তাসকিন-হৃদয়ের পর লঙ্কা প্রিমিয়ার লিগে শরিফুল

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রথমে তাসকিন আহমেদ, এরপর তাওহিদ হৃদয়, এবার শরিফুল ইসলাম। যেন পালাক্রমে বেরিয়ে আসছে একেকজনের নাম। লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিরা হাত বাড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের দিকে। এরই ধারাবাহিকতায় এবার শরিফুলকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে কলম্বো স্ট্রাইকার্স। বিষয়টি নিশ্চিত করেছেন শরিফুল নিজেই। যদিও এলপিএলে তার অংশ নেওয়া হবে কি না তা নির্ভর করছে এনওসি প্রাপ্তির ওপর। শরিফুলের আগে তাসকিনকে ডাম্বুলা অরা ও হৃদয়কে জাফনা কিংসের পক্ষ থেকে এলপিএল খেলার প্রস্তাব দেওয়া হয়। এনওসি ইস্যুর কারণে তাসকিন, হৃদয় ও শরিফুলের যাওয়া এখনও চূড়ান্ত না হলেও এলপিএলের এবারের আসরে এখন পর্যন্ত খেলা নিশ্চিত সাকিব আল হাসান ও মোহাম্মদ মিঠুনের। সাকিব বর্তমানে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। গ্লোবাল টি-টোয়েন্টিতে আরও কিছু ম্যাচ খেলে এ মাসের শেষ দিকে সাকিব যাবেন শ্রীলঙ্কায়, যেখানে এলপিএল শুরু হবে ৩০ জুলাই। সাকিব এলপিএলে সরাসরি দল পান নিলামের আগেই। সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় গল গ্ল্যাডিয়েটর্স। নিলাম থেকে আরেক বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ মিঠুনকেও দলভুক্ত করে গল। 

তাসকিন জিম আফ্রো দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা শুরু করেছেন। অন্যদিকে হৃদয়-শরিফুলের এটি হতে যাচ্ছে প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ। জিম আফ্রোতে প্রথম তিন ম্যাচে তাসকিন নিয়েছেন ৫ উইকেট। তার মধ্যে এক ম্যাচেই নেন ৩ উইকেট। উল্লেখ্য, এবারের এলপিএল শুরু হবে আগামী ৩০ জুলাই, শেষ হবে ২০ আগস্ট। এ সময় খেলা না থাকলেও আছে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলের বিশেষ ক্যাম্প। এছাড়া জাতীয় দলের বাইরে থেকে মোহাম্মদ মিঠুন খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে।