ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাশরাফি

শতভাগ ফিট হয়ে মাঠে ফেরা উচিত তামিমের

শতভাগ ফিট হয়ে মাঠে ফেরা উচিত তামিমের

শতভাগ ফিট না হয়েও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেন তামিম ইকবাল। সেই ম্যাচে হারের পরের দিন আচমকা সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে ২৪ ঘন্টার ব্যবধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন দেশসেরা এই ওপেনিং ব্যাটার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তামিমের এমন সাক্ষাতের পেছনে বড় ভূমিকা রাখেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সাক্ষাতে নড়াইল এক্সপ্রেস খ্যাত এ পেসারকে বিশ্বকাপে মেন্টরের ভূমিকায় চেয়েছেন তামিম। মেন্টরের কাজ কী তা অজানা হলেও মাশরাফির হতাশা দুর্বল চিত্তের তামিমকে নিয়ে। পাশাপাশি শতভাগ ফিট হয়েই তামিমের মাঠে ফেরা উচিত বলে মনে করেন তিনি। গতকাল বুধবার রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের কনভোকেশন শেষে সংবাদমাধ্যমের এসব কথা বলেন মাশরাফি। তিনি বলেন, ‘তামিমের ওপর কী গিয়েছে, তামিম ঠিক ততটা আমার সঙ্গে শেয়ার করেনি। তবে আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি তামিমকে দুর্বল দেখে। ও একটা আন্তর্জাতিক ক্রিকেটার, ওর পক্ষেও অনেকে কথা বলেছে। সাধারণভাবে তামিম এটুকু লড়াই করতে পারবে না, তা আমার কাছে মনে হয়নি। তবে কখনো কখনো মানুষ ভেঙে পড়ে, তখন মানুষের সহায়তা প্রয়োজন হয়।’ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পরেই ফিরে আসার কথা জানিয়েছেন তামিম। আর এই বিবেচনায় তাকে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন ম্যাশ, ‘আমি বলব, তামিম খুব ভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন, কথা বলেছেন এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। এই সৌভাগ্য সবার হয় না।’ অবশ্য এসবের পরেও তামিমের ফিরে আসা নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়। বিশেষ করে, নিজের পুরাতন ইনজুরি পাশ কাটিয়ে তামিম আসলেই ফিট হতে পারবেন কি না সেটাই বড় প্রশ্ন। আর মাশরাফি মনে করেন, চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পরই মাঠে ফেরা উচিত তামিমের, ‘এখন যে জিনিসটা হচ্ছে, ওর ইনজুরি ওকে ভোগাচ্ছে। তামিম পারফর্ম করছে না, কেন করছে না? তার কারণ হচ্ছে ইনজুরি। তাহলে কী করা উচিত? ওর ইনজুরিটা ঠিক করে আসা উচিত। ওর এখন উচিত, ইনজুরি নিয়ে চিন্তা করা। ফিট হয়ে এলে আমি নিশ্চিত ও অটোমেটিক রান করবে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।’ বিশ্বকাপে মাশরাফিকে তামিম চাইছেন মেন্টর হিসেবে। সে ইস্যুতেও কথা বলেছেন সাবেক এই অধিনায়ক। সহজ ভাষাতেই জানালেন, মেন্টরের কাজ সম্পর্কে ধারণা নেই তার, ‘মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো... অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না।’ তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী মেন্টর হওয়া নিয়ে কোনো কথা বলতে চাননি এই ক্রিকেটার, ‘এই মুহূর্তে আমি আপনাদের কী বলতে পারি। আমি কিছুই বলতে পারি না। কালকে কী পরিস্থিতি হবে, সেটা আমরা কেউ জানি না। সেরকম কোনো কিছু ঘটলে তখন দেখা যাবে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হচ্ছে, দল ভালো থাকা, দল ভালো খেলা। যেটা আমরা সবাই আশা করছি।’ তাছাড়া ভবিষ্যতের ভাবনা এখনই ভাবতে চান মাশরাফি, ‘আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আমি আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।’ এর আগে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত দলের মেন্টর হিসেবে ছিলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রতিপক্ষ বুঝে তার অভিজ্ঞতা থেকে পরিকল্পনা সাজানোই ছিল তার প্রধান কাজ। এছাড়া সাবেক সতীর্থদের খোশ মেজাজে রেখে আত্মবিশ্বাস বাড়াতেও ভূমিকা রাখেন তিনি। যদিও শেষ পর্যন্ত শতভাগ সফল হয়নি তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত