ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জোড়া গোলে অধিনায়কত্ব রাঙালেন

মায়ামির নেতৃত্ব পেয়ে জ্বলে উঠলেন মেসি

মায়ামির নেতৃত্ব পেয়ে জ্বলে উঠলেন মেসি

ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। বিশ্বের অগণিত ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। নতুন ক্লাবের হয়ে শুরুটাও বেশ দারুণই করেছেন তিনি। প্রথম ম্যাচে খেলেছেন মোটে ৩৬ মিনিট। এতেই পুরো মায়ামিকে মাতিয়ে তোলেন ফুটবল জাদুকর। দুর্দান্ত এক ফ্রিকিকে মার্কিন মুল্লুকে নিজের উপস্থিতি জানান দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচের অন্তিম সময়ে তার করা গোল ইন্টার মায়ামিকে এনে দিয়েছে আরাধ্য এক জয়। তবে ম্যাচটিতে মেসি নেমেছিলেন বদলি হিসেবে। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের সময় তিনি বেঞ্জামিন ক্রেমানচির বদলি হিসেবে তিনি মাঠে নামেন। মাঠের নামার পর তার হাতে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দেয়া হয়। ম্যাচের বাকিটা সময় তিনি অধিনায়ক হিসেবেই মাঠে ছিলেন। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে মেসিকে আনুষ্ঠানিকভাবে মায়ামির অধিনায়ক ঘোষণা করেন কোচ টাটা মার্টিনো। অধিনায়কের আর্মব্যান্ড পরে যেন জ্বলে উঠলেন সর্বোচ্চ সাতবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। তার জোড়া গোলে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে বড় জয় পেয়েছে মায়ামি। টানা ১১ ম্যাচ হারের পর যেন ‘আলাদীনের জাদুর চেরাগ’ হাতে পেয়ে গেছে ইন্টার মায়ামি। যারা জয়ের কথা-ই ভুলে যেতে বসেছিল ক্লাবটি। মেসি আসার আগে সবশেষ দুই মাস কোন প্রতিযোগিতামূলক ম্যাচেই জয়ের দেখা পায়নি তারা। তবে, মেসির আগমন আর নতুন কোচ টাটা মার্টিনোর অধীনে যেন অন্যরকম এক মায়ামিকেই দেখল সবাই। নান্দনিক ফুটবল উপহার দিয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে মায়ামি। ফলে আমেরিকান মেজর লিগ (এমএলএস) সকারে দলটি টানা দ্বিতীয় জয় পেল। ম্যাচে মেসি জোড়া গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন একটি। মঙ্গলবার ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করেন মেসি। পরে রবার্ট টেইলরও করেন দুটি গোল। আটলান্টার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথমবার ইন্টার মায়ামির হয়ে শুরু থেকে মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা। নতুন ক্লাবের হয়ে তার নেতৃত্বের অধ্যায়ও শুরু হয় এই ম্যাচ দিয়েই। উপলক্ষ রাঙাতে খুব একটা সময় নেননি তিনি। অষ্টম মিনিটেই সাবেক বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতসের কাছ থেকে দারুণ এক পাস পেয়ে সামনে এগিয়ে গোলকিপারকে বিভ্রান্ত করে শট নেন মেসি। তবে বল ফিরে আসে গোলপোস্টে লেগে। ফিরতি বলে আবার শট নিয়ে জালে জড়ান তিনি। দ্বিতীয় গোলটি করেন তিনি ২২তম মিনিটে বক্সের ভেতর টেইলরের কাছ থেকে বল পেয়ে। এই গোলের পর দলের স্বত্বাধিকারীদের একজন ও ইংলিশ গ্রেট ডেভিড বেকহ্যামের দিকে কিছু একটা ইঙ্গিত করেন মেসি। বেকহ্যামও জবাব দেন চওড়া হাসিতে। প্রথমার্ধেই শেষ দিকে মায়ামিকে আরও এগিয়ে নেন টেইলর। পরে আরেকটি গোল করেন তিনি ৫৩তম মিনিটে। মেসিকে তুলে নেওয়া হয় ৭৮তম মিনিটে। শেষ দিকে একটি গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিল আটলান্টা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসির আর্জেন্টিনা সতীর্থ থিয়াগো আলমাদা। টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে থেকে লিগস কাপের নক আউট পর্বে পা রাখল ইন্টার মায়ামি। ইউরোপে রাজত্ব করা মেসি তুলনামূলক খর্বশক্তির মেজর লিগে দাপট দেখাবেন, এটা প্রত্যাশিতই ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত