ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রোনালদোর ট্যাটু এঁকে তোপের মুখে আর্জেন্টাইন

রোনালদোর ট্যাটু এঁকে তোপের মুখে আর্জেন্টাইন

চলমান ফিফা নারী বিশ্বকাপে সূচনাটা শুভ হয়নি আর্জেন্টিনার। নিজেদের প্রথম খেলায় ইতালির কাছে ১-০ গোলে হেরে গেছে আলবিসেলেস্তেরা। তবে সেসব ছাপিয়ে আলোচনায় আর্জেন্টাইন ফুটবলার ইয়ামিলা রদ্রিগেজ। মূলত পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্যাটু আঁকায় তিনি সমর্থকদের তোপের মুখে পড়েন। যার কারণে ইয়ামিলা বেশ হতাশ, একই সঙ্গে জানিয়েছেন তিনি ‘এন্টি-মেসি’ (মেসিবিরোধী) নন। গত সোমবার আর্জেন্টিনার হয়ে মেয়েদের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নেমেছিলেন ২৫ বছর বয়সী ইয়ামিলা। যেখানে তার বাঁ পায়ের নিচের অংশে আঁকা রোনালদোর ট্যাটু দেখা যায়। অবশ্য তার ওপরেই আছে দিয়াগো ম্যারাডোনার ট্যাটুও। তবে লিওনেল মেসির সঙ্গে দ্বৈরথের সূত্র ধরে রোনালদোর ট্যাটু দেখে খেপেছেন সমর্থকরা। এরপর নিজের ইনস্টাগ্রামে তার জবাবও দিয়েছেন ইয়ামিলা, ‘দয়া করে থামুন, যথেষ্ট হয়েছে। আমার সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আমাকে এন্টি মেসি বলা বন্ধ করুন। এমন কিছু বলবেন না, যা আমি বলিনি। তবে এটা সত্য যে আমি খারাপ সময় কাটাচ্ছি (যখন দেশের প্রতিনিধিত্ব করতে বিশ্বকাপ খেলতে এসেছি)। তোমাদের (ভক্ত-সমর্থক) জন্য এই খারাপ সময়ে পড়েছি, আমাকে নিয়ে নির্বিচারে নৃশংস কথা ছড়ানো হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত