ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে!

সৌদির লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে!

মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে যখন সৌদি আনবের প্রো লিগের অন্য ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে ইউরোপ থেকে তারকাদের নিয়ে আসছে, তখন আল-হিলালই বা বসে থাকে কীভাবে! এবার ক্লাবটি রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৬২৭ কোটি ৪৭ লাখ টাকা) চুক্তির প্রস্তাব দিয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। তাকে বেচে দিতে আল-হিলালের এই প্রস্তাব মেনে নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই তরুণ। জানা গেছে, নতুন মৌসুমে ক্লাবের অনুশীলন পর্ব শুরু হওয়ার সময়ই এমবাপ্পের কাছে স্পষ্টতা চেয়েছিল পিএসজি। কিন্তু তাতে এখনো পর্যন্ত কোনো সাড়া দেননি এই ফরাসি। বার্তাটা স্পষ্ট চলতি মৌসুম পিএসজিতে কাটিয়ে আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে চলে যেতে চাইছেন তিনি। কিন্তু সময়ের অন্যতম সেরা তারকাকে মুফতে ছাড়তে রাজী নয় ক্লাবটি। তাই এমবাপ্পেকে বিক্রয়ের জন্য উন্মুক্ত করে দিয়েছে ক্লাবটি। এমবাপ্পের প্রতি আগ্রহ দেখায় বেশ কিছু ক্লাবই। সবচেয়ে বড় প্রস্তাবটা আসে আল-হিলালের কাছ থেকে। তার জন্য এক বিলিয়ন ইউরো খরচ করতে রাজী তারা। ট্রান্সফার ফি বাবদ ৩০০ মিলিয়ন ইউরো। আর ৭০০ মিলিয়ন ইউরো এমবাপের জন্য। এমন লোভনীয় প্রস্তাব সঙ্গে সঙ্গেই মেনে নেয় পিএসজি। কিন্তু, সেই প্রস্তাবে সাড়া দিতে নারাজ এই তরুণ। এদিকে ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকমের সংবাদ অনুযায়ী, চুক্তিটা এক বছরের জন্য হলেও সৌদি প্রো লিগে খেলতে চাইছেন না এমবাপ্পে। আরো এক মৌসুম পিএসজিতে কাটিয়ে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়াই তার মূল উদ্দেশ্য। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে এ নিয়ে মৌখিক একটি চুক্তিও হয়েছে তার। তবে শেষ পর্যন্ত যদি চুক্তি নবায়ন না করে ক্লাবও না ছাড়তে চান তাহলে পুরো মৌসুম এমবাপ্পেকে বেঞ্চে বসিয়ে রাখার হুমকি দিয়েছে পিএসজি। অবশ্য সেই হুমকিতে টলে যাওয়ার পাত্র নন এমবাপ্পে। বঞ্চে বসে থেকে মৌসুম কাটিয়ে দিতে তার কোনো সমস্যা নেই জানিয়ে উল্টো হুমকি দিয়েছেন এই তরুণ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত