এশিয়া কাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বৈশ্বিক কোনো আসর সামনে রেখে প্রতিবারই দল ঘোষণা নিয়ে লুকোচুরি শুরু হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কখনো রাত দেড়টায় দল ঘোষণা করে বোর্ড, কখনো-বা নীরবে নিভৃতে লোকচক্ষুর অন্তরালে গোপন সভায় বসে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন ২৯ জুলাই থেকে শুরু হবে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে সেই ক্যাম্পের প্রাথমিক দল ঘোষণা ২২ জুলাইয়ের মধ্যে হবে বলেও জানিয়েছিলেন তিনি, কিন্তু সেটি হয়নি। সে সময় দিনক্ষণ জানানো না হলেও জানানো হয়েছিল ৩১ জুলাই কন্ডিশনিং ক্যাম্প শুরুর আগেই জানানো হবে এশিয়া কাপের স্কোয়াড। ক্যাম্প শুরুর চার দিন আগে বোর্ডের পক্ষ থেকে দেওয়া হলো স্কোয়াড ঘোষণার নতুন দিন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ জুলাই এশিয়া কাপের চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনূস। একই সঙ্গে স্কোয়াডে কয়জন থাকবেন সেটিও স্পষ্ট করে জানিয়ে দেন বোর্ডের এই পরিচালক। জালাল বলেন, ‘আমরা ২৯ তারিখে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করব। প্রাথমিক অবস্থায় ৩০ জনকে আমরা ডাকবো। সেখান থেকে ফিটনেস ও মেডিক্যালের পর ২০ জনকে রাখব।’