ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পুরোনো সিংহাসন ফিরে পাচ্ছেন নেইমার?

পুরোনো সিংহাসন ফিরে পাচ্ছেন নেইমার?

অনেক বড় স্বপ্ন নিয়ে ২২২ মিলিয়ন ইউরো খরচ করেই তাকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ২০১৭ সালে রীতিমতো রাজকীয় কায়দায় ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছিলেন নেইমার। শুরুর দিকে ভালো সময়ই পার করেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার; কিন্তু ধীরে ধীরে সেটি হতাশায় রূপ নেয়। নিয়মিত চোটে পড়া, মাঠের বাইরের নানা বিতর্ক আর অফফর্ম পিএসজির সঙ্গে তার দূরত্ব তৈরি করে। একসময় তাকে বেচার জন্য দৌড়ঝাঁপও শুরু করে পিএসজি। আপাতত সেই পথ থেকে সরে গেছে দলটি। কারণ, তার দুই সঙ্গীর একজন মেসি চলে গেছেন ইন্টার মায়ামিতে, আরেকজন কিলিয়ান এমবাপ্পেও যাওয়ার রাস্তা ঠিকঠাক করে রেখেছেন। সে ক্ষেত্রে বাকি থাকবেন কেবল নেইমার। আর তিনিই হয়ে যাবেন দলটির বড় তারকা। তখন হয়তো নিজের পুরোনো সিংহাসনটা দখলে নিতে পারবেন নেইমার। গত মৌসুমের বেশির ভাগ সময়ই চোট পরিচর্যায় কাটাতে হয়েছিল নেইমারকে। সেই ধাক্কা সামলে এরই মধ্যে অনুশীলনে ফিরেছেন তিনি। ১৩ আগস্ট থেকে শুরু হবে লিগ ওয়ানের নয়া মৌসুম। প্রথম দিন থেকে পিএসজির জার্সিতে মাঠ মাতাতে প্রস্তুত নেইমার। পিএসজিও এখন নেইমারকে রেখে দিতে চায়। কেন না, যে তিনজন বড় তারকাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরিকল্পনা সাজিয়েছিল তারা, সেটা একপ্রকার ভেস্তেই গেছে। শেষ পর্যন্ত লুইস এনরিকেকে কোচ করে আনে পিএসজি। তার সঙ্গে নেইমারের বোঝাপড়াটা ভালো। বার্সায় থাকাকালে লুইস সুয়ারেজ ও মেসির সঙ্গে দারুণ একটা রসায়ন হয়েছিল। সে জন্য নেইমারকে তার পরিকল্পনায় খুব করে চাইছেন এনরিকে। ২০১৭ সালে বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্র্যান্সফার ফির বিনিময়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। প্যারিসে আসার পর টানা তিনটি লিগ শিরোপা জিতেছেন এই ব্রাজিলিয়ান। কিন্তু ইউরোপে হতাশ হয়েই থাকতে হয়েছে তাকে। ২০১৯-২০ মৌসুমে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা হারায় পিএসজি। আর এ বছর ম্যানচেস্টার সিটির কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত