ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব আরচ্যারিতে ফের চপল

বিশ্ব আরচ্যারিতে ফের চপল

দেশের অন্যতম সম্ভাবনাময় খেলা আরচ্যারি মাঠ ও টেবিল উভয়ক্ষেত্রে সফলতা দেখাচ্ছে। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বিশ্ব আরচ্যারির ইলেকট্রোরাল বোর্ড মেম্বার মনোনীত হয়েছেন। গতকাল জার্মানির বার্লিনে সংস্থাটির কংগ্রেসে পুনরায় এই পদে দায়িত্ব পেয়েছেন তিনি। বিশ্ব আরচ্যারির একটি স্বতন্ত্র এবং বিশেষ কমিটি ইলেকট্রোরাল বোর্ড। সেই বোর্ড মূলত বিশ্ব আরচ্যারির নির্বাচন পরিচালনা করে। নির্বাচন পরিচালনা বোর্ডের পুনরায় সদস্য মনোনীত হয়ে জার্মানির বার্লিন থেকে চপল বলেন, ‘দ্বিতীয় মেয়াদে বিশ্ব আরচ্যারির ইলেকট্রোরাল বোর্ড সদস্য নির্বাচিত হয়েছি। এর মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।’

পুনরায় বিশ্ব আরচ্যারির এই পদ পেয়ে চপল প্রয়াত সংগঠক রফিকুল ইসলাম টিপুকে উৎসর্গ করেছেন, ‘আমার এই অর্জনে টিপু ভাই খুবই উৎসাহিত হতেন। তিনি শুধু আরচ্যারি ফেডারেশনের একনিষ্ঠ কর্মকর্তাই নন, আমার অত্যন্ত ঘনিষ্ঠজনও। আমার আজকের এই অর্জন টিপু ভাইকে উৎসর্গ করছি।’ জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হবে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের আরচ্যাররা আগামীকাল রোববার সকালে রওনা হবেন বার্লিনের উদ্দেশ্যে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত