ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

প্রতিবেদন জমা দিয়ে ভারমুক্ত বাফুফে তদন্ত কমিটি

প্রতিবেদন জমা দিয়ে ভারমুক্ত বাফুফে তদন্ত কমিটি

বাফুফে কতৃক গঠিত তদন্ত কমিটির রোববার ছিল দ্বাদশ ও শেষ সভা। শেষ সভায় উপস্থিত হয়েছিলেন কমিটির অন্যতম সদস্য ও বাফুফের পাঁচবারের সাধারণ সম্পাদক হারুনর রশীদ। সভা শেষে উপস্থিত সাত জন তদন্ত প্রতিবেদনে স্বাক্ষর করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে জমা দিয়েছেন। বাফুফে কতৃক গঠিত তদন্ত কমিটি ছিল ১০ জনের। দুই সহ-সভাপতি আতাউর রহমান ভুইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহী পদত্যাগ করেন। আট সদস্য নিয়ে কমিটি কার্যক্রম হয়েছে। শেষ সভাতেও অনুপস্থিত ছিলেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ও কমিটির সদস্য ইমরুল হাসান। তার অনুপস্থিতিতে সাত জনের স্বাক্ষরে প্রতিবেদন জমার কথা বলেন কমিটির আহবায়ক কাজী নাবিল আহমেদ, ‘আমরা আজ যারা উপস্থিত ছিলাম তারাই স্বাক্ষর করে সভাপতি মহোদয়কে দিয়েছি।’ তদন্ত প্রতিবেদন নিয়ে অনেক প্রশ্ন করা হলেও কিছুই বলেননি কাজী নাবিল। তিনি ফেডারেশনের দিকেই বল ঠেলেছেন, ‘বল এখন ফেডারেশনের কোর্টে। ফেডারেশন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ তদন্ত কমিটি বেশ কয়েকটি সুপারিশ ও পর্যবেক্ষণ দিয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়ে অনেকটা ভারমুক্ত, ‘যে কোনো কাজ বা দায়িত্ব চ্যালেঞ্জের। আমরা আমাদের কাজ শেষ করে এখন অনেকটাই ভাবমুক্ত।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত