ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরু

ডাক পেলেন মাহমুদউল্লাহ সৌম্য, জায়গা হয়নি বিজয়ের

ডাক পেলেন মাহমুদউল্লাহ সৌম্য, জায়গা হয়নি বিজয়ের

৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের আসর। এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর শেষ হওয়ার আড়াই সপ্তাহের মধ্যে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে পাখির চোখ করে এশিয়া কাপের জন্য গতকাল সোমবার থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। নিয়মিত জাতীয় দলের বাইরে আশপাশে থাকা প্রায় সবাইকে রাখা হয়েছে ক্যাম্পে। ফিটনেস পরীক্ষার জন্য প্রাথমিকভাবে ৩২ জন ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছেন নির্বাচকরা। বিসিবি আনুষ্ঠানিকভাবে ডাক পাওয়া ক্রিকেটারদের নাম প্রকাশ না করলেও ৩২ জনের একটি তালিকা মিডিয়ার হাতে চলে আসে। সেই তালিকায় রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। যদিও সর্বশেষ কয়েকটি সিরিজের দলেই ছিলেন না অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটার। শুধু তাই নয়, কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের ক্রিকেটার সৌম্য সরকারকেও রাখা হয়েছে এই ক্যাম্পে। নাম আছে মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহানের। এছাড়া ইমার্জিং দলে খেলা তরুণ ক্রিকেটার মাহমুদুল হাসান জয়, জাকির হাসান তানজিম সাকিব, তানজিদ তামিম ডাক পেয়েছেন। তবে ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহকদের অন্যতম এনামুল হক বিজয়কে রাখা হয়নি। বিজয়ের মতোই পেস অলরাউন্ডার সাইফউদ্দিন, লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব এবং পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে রাখা হয়নি এই ক্যাম্পে। এখান থেকে ২১ বা ২২ জনের একটা দল তারা প্রকাশ করবেন পরে। যেখান থেকে মূলত বেছে নেওয়া হবে এশিয়া কাপের চূড়ান্ত দল। এমনি বাংলাদেশের ওয়ানডে দলে বেশিরভাগ জায়গায় নিশ্চিত। খেলা অনুসরণ করলে যেকেউ ১১ থেকে ১২ জনের নাম লিখে ফেলতে পারবেন। লিটন দাস, নাজমুল হোসেন, শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম- ব্যাটিং লাইনআপে তারা একদম পাকাপোক্ত নাম। ৭ নম্বরে কাকে খেলানো হবে এই নিয়ে জটিলতা সবচেয়ে বেশি। সর্বশেষ সিরিজে এই পজিশনে খেলানো হয়েছিল আফিফ হোসেনকে। এর আগে ইয়াসির আলি রাব্বিও খেলছেন সাতে। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ব্যাটিং পেয়ে ব্যর্থ হন আফিফ। সাতে ঝড় তোলার চাহিদা আগেও মেটেনি তার ব্যাটে। ৭ নম্বরের চিন্তায় তাই চলে আসছেন আরো কয়েকজন। ইমার্জিং এশিয়া কাপে আটে নেমে কিছু ক্যামিও ইনিংস খেলছেন শেখ মেহেদী। অফ স্পিনিং এই অলরাউন্ডারের নাম আছে আলোচনায়। ওই টুর্নামেন্টে ছয়ে খেলানো হয় মূলত ওপেনার সৌম্য সরকারকে। ব্যাটে-বলে মাঝারি পারফর্ম করা সৌম্য সাতের বিবেচনায় থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। এছাড়া পাঁচ পেসার একদম নিশ্চিত। ফিট থাকলে এশিয়া কাপ ও বিশ্বকাপে থাকছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন। স্পিন আক্রমণে সাকিব ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে তাইজুল ইসলাম নাকি নাসুম আহমেদ? ছোট এই সিদ্ধান্তও বাকি আছে। তবে বিশ্বকাপের আগে এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে দুজনকেও আরো বাজিয়ে দেখার সুযোগ থাকছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, ৫ বা ৬ অগাস্ট তারা ২১-২২ জনের একটা দল দিবেন। সেখান থেকেই এশিয়া কাপের ১৫ জন বেছে নেওয়া হবে।

সপ্তাহব্যাপী চলবে ফিটনেস ক্যাম্প। গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। প্রথম দিনে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে, যার মধ্যে ছিল রক্ত-চোখণ্ডইসিজির মতো পরীক্ষা। ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস ক্যাম্প নিয়ে গণমাধ্যমে বলেন, ‘আমাদের চুক্তিবদ্ধ সব খেলোয়াড় এবং সম্প্রতি যারা জাতীয় দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে; তাদের সবাইকেই আসতে বলা হয়েছে। আজকে (সোমবার) মূলত যে কাজটা, বেসিক মেডিকেল পরীক্ষা হচ্ছে। রক্ত, চোখ পরীক্ষা ও ইসিজি। মেডিকেল টেস্টগুলো করা হচ্ছে। আজ (মঙ্গলবার) ও আগামীকাল বুধবার গ্রুপ করে করে হাড় ও মাসেলের কী অবস্থা এই পরীক্ষাগুলো করা হবে।’ তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে এই পরীক্ষাগুলো আমরা বছরে একবার করার চেষ্টা করি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত