ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গুতে আক্রান্ত পেসার হাসান মাহমুদ

ডেঙ্গুতে আক্রান্ত পেসার হাসান মাহমুদ

দেশে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। ২০১৮ সালের পর থেকে গত পাঁচ বছরে এডিস মশাবাহিত এ ভাইরাসটিতে সবচেয়ে বেশি ভুগেছে বাংলাদেশ। এর ভয়াবহতা না কমে প্রতিবছরই বাড়ছে। তারই ধারাবাহিকতায় চলতি বছরের জুলাই মাসে সংক্রমণ যেমন বেড়েছে তেমনি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এবার ডেঙ্গু আক্রান্তের তালিকায় যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার হাসান মাহমুদ। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানিয়েছে, রোববার রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার পর রিপোর্টে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। সোমবার হাসানের রক্তে প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল। তাই মঙ্গলবারও তার রক্ত পরীক্ষা করানোর কথা ছিল। তবে আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন তিনি। তাই আপাতত রক্ত পরীক্ষা আর করানো হয়নি। বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন টাইগার ক্রিকেটার। এদিকে এশিয়া কাপকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে মেডিকেল পরীক্ষা। ক্রিকেটারদের রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ করছে ফিজিওরা। সোমবার প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আর মঙ্গলবার হয়েছে আরও ১২ ক্রিকেটারের। কিন্তু অসুস্থতার কারণে মাঠেই আসেননি হাসান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত