ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাইফ উদ্দিনকে দেশের বাইরে পাঠাচ্ছে বিসিবি

সাইফ উদ্দিনকে দেশের বাইরে পাঠাচ্ছে বিসিবি

পেস অলরাউন্ডার হিসেবে অল্প সময়েই মোহাম্মদ সাইফউদ্দিন কুড়িয়েছিলেন সুনাম। কিন্তু চোট বারবার তাকে ছিটকে দিয়েছে ট্র্যাকের বাইরে। চোট কাটিয়ে ফিরে এসে যখনই ফেরেন ফর্মে, ঠিক তখনই আবারো ছিটকে যান লম্বা সময়ের জন্য। চোট আর সাইফউদ্দিন যেন এক অদৃশ্য বাঁধনে আবদ্ধ।

মাস দুয়েক আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা সাইফউদ্দিনকে কোথাও দেখা যাচ্ছিল না। নেই এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পের জন্য ডাকা ৩২ সদস্যের প্রাথমিক দলেও। যদিও সাইফউদ্দিন নিজেকে ভালো আছেন দাবি করলেও ইনজুরির বিষয়টা ছেড়ে দিয়েছেন মেডিকেল বিভাগের কাঁধে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকেও নিশ্চিত করেছে সাইফউদ্দিন ভালো আছেন, তবে তার ইনজুরির অবস্থা বোঝার জন্য তাকে ৫ আগস্ট বিদেশ পাঠানো হচ্ছে। বারবার ফিরে আসা চোট থেকে পরিত্রাণ পেতে টাইগার এই পেস অলরাউন্ডারকে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মেডিকেল বিভাগ থেকে বলা হয়, ‘চোটের অবস্থা বোঝার জন্য সাইফউদ্দিনকে আমরা দেশের বাইরে পাঠাচ্ছি। এখন সে ভালো আছে। বিদেশে তার চোটের অবস্থান আরও পর্যালোচনা করা হবে, যদি কোনো চিকিৎসা প্রয়োজন হয় সেটাও হবে।’ মার্চণ্ডএপ্রিলে হওয়া ঢাকা লিগে সাইফউদ্দিন আবাহনীর হয়ে ১২ ম্যাচ খেলেছেন। সেখানে বল হাতে নিয়েছেন ১৯ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৫.১৮ রান। আর ব্যাট হাতে আসে ১১২ রান। সর্বোচ্চ ৩৩। সাইফউদ্দিন সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন গত অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত