ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আল নাসরে রোনালদোর সতীর্থ হলেন সাদিও মানে

আল নাসরে রোনালদোর সতীর্থ হলেন সাদিও মানে

সৌদি আরবের ফুটবলে কোনো তারকার যোগ দেয়ার গুঞ্জন ছড়িয়ে পড়া মানেই এখন যেন তা সত্যি হওয়ার অপেক্ষা। সাম্প্রতিক সময়ে আরো অনেকের মতো সাদিও মানের ক্ষেত্রেও হলো ঠিক তেমনটিই। গুঞ্জনকে সত্যি প্রমাণ করেই সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল নাসরে নাম লেখালেন সেনেগালের এই ফরোয়ার্ড। ফলে নিষ্প্রভ ও বিতর্কিত একটি মৌসুম কাটিয়েই শেষ হলো মানের বায়ার্ন মিউনিখ অধ্যায়। তিনি সেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে।

৩১ বছর বয়সি ফরোয়ার্ডের সঙ্গে আল নাসরের চুক্তি চার বছরের। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানেকে দলভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে আল নাসর। তিনি খেলবেন ১০ নম্বর জার্সি পরে। কী পরিমাণ অর্থের বিনিময়ে এবং কত বছরের জন্য চুক্তি হয়েছে তা জানায়নি ক্লাবটি। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, মানের জন্য ৩ কোটি ৪০ লাখ পাউন্ড পরিশোধ করতে হয়েছে আল নাসরকে। মানের সৌদিতে পাড়ি জমানোর গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে। তার গত মৌসুমের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারেনি জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের। বায়ার্নের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন জানিয়েছিলেন, ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে পারেননি মানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত