উশুকাদের জন্য নতুন উদ্যোগ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
অনুশীলনের সময় পিঠের হাড়ে ব্যথা পান ওবায়দুল্লাহ। সেই ব্যথা থাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মৃত্যুর আগে এক মাস হাসপাতালের বিছানায় ছিলেন। ওই সময় তার সকল খরচা জুগিয়েছেন উশুকারা চাঁদা তুলে। করোনাকালীন সময়ে জেলার বিভিন্ন দুস্থ উশুকাদের বাসায় খাবার পৌঁছে দিয়েছেন সাবেক উশুকারা। এতদিন বিচ্ছিন্নভাবে কাজ করলেও এবার তার এলেন এক ছাতার নিচে। ক্রিকেট, ফুটবল, হকি এবং দাবার পর গঠিত হল উশু খেলোয়াড় কল্যাণ সমিতি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ্-বাংলা অডিটরিয়ামে ৬৫ সদস্যের এই কমিটির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পলটু। এ সময় উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন, রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন।