ফিটনেস টেস্টে সেরা শান্ত, মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন দিনের মেডিকেল টেস্ট শেষে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা মুখোমুখি হয়েছেন ফিটনেস টেস্টের। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। ‘ইয়ো ইয়ো’ টেস্ট ফিটনেস পরীক্ষায় প্রথম হয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে টেস্টে নির্ধারিত মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের ট্রেনার নিক লি ক্রিকেটারদের ফিটনেসের ‘ইয়ো ইয়ো’ টেস্ট পরিচালনা করেছেন। সর্বোচ্চ ১৯.৫ স্কোর পেয়ে ইয়ো ইয়ো টেস্টে প্রথম হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৯.৩ স্কোর নিয়ে দ্বিতীয় হয়েছে তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার জন্য ‘ইয়ো ইয়ো’ টেস্টে পাস মার্ক ধরা হয়েছিল ১৮.৬। ফিটনেসের এই পরীক্ষায় সর্বোচ্চ ১৯.৫ স্কোর উঠেছে। জাতীয় দলের বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন প্রথম হন। ১৯.৩ পেয়ে পরের স্থানে আছেন পেসার তানজিম হাসান সাকিব। ১৯.২ স্কোর নিয়ে তৃতীয় হয়েছেন মেহেদি হাসান মিরাজ। তবে ‘ইয়ো ইয়ো’ টেস্টে নির্ধারিত মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ইয়ো ইয়ো টেস্টের মান ধরা হয়েছিল ১৮.৬। মাহমুদউল্লাহ পেয়েছেন ১৭-এর মতো। অবশ্য বাকি অন্যরা খুব একটা খারাপ করেননি। বেশির ভাগ ক্রিকেটারই ১৭ থেকে ১৮ এর মধ্যে স্কোর করেছেন। সর্বনিম্ন উঠেছে ১৬.৫। বিসিবি সংবাদমাধ্যমকে জানায়, মূলত খেলোয়াড়রা কোন অবস্থায় আছেন তা দেখতেই এই ফিটনেস পরীক্ষা। তবে এ পরীক্ষায় কেউ উতরাতে না পারলেও চিন্তার কিছুই নেই। জাতীয় দলের ট্রেনার নিক লি সাংবাদিকদের জানান, সবার ‘ইয়ো ইয়ো’ টেস্টের পারফরম্যান্স প্রায় একই রকম ছিল। যারা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের বাইরে ছিল অথবা চোটে আক্রান্ত ছিল তাদের কিছুটা কম স্কোর এসেছে। তবে সব মিলিয়ে সবাই মোটামুটি একই ব্রাকেটে ছিল। গত ৩১ জুলাই থেকে ক্রিকেটারদের নিয়ে শুরু হয় ফিটনেস ক্যাম্প। এই ক্যাম্পে সুযোগ পাওয়া ক্রিকেটারদের থেকেই চূড়ান্ত হবে এশিয়া কাপের স্কোয়াড। ক্যাম্পের শুরুর দিনে মিরপুরে ক্যাম্পে যোগ দেন ২০ জন ক্রিকেটার। এরপরের দিন যোগ দেন আরও কয়েকজন। ক্যাম্পের প্রথম দিন অংশ নেয়া ক্রিকেটারদের রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, মূত্র পরীক্ষা ও ইসিজি করা হয়। পরদিন ফিজিওর অধীনে পুরো শরীর স্ক্রিনিং করা হয়। এবার শুরু হলো ‘ইয়ো ইয়ো’ টেস্ট। ক্যাম্পে থাকা ক্রিকেটারদের থেকে এশিয়া কাপের জন্য ২১-২২ জনের প্রাথমিক দল ঘোষণা করবেন নির্বাচকেরা। তাদের নিয়েই আগামী ৮ আগস্ট শুরু হবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। জাতীয় দলের কোচদের এর মধ্যেই ঢাকায় এসে পৌঁছানোর কথা।