সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আমরা তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে চাই

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

‘আমরা তরুণ খেলোয়াড়দের উৎসাহিত করতে চাই। বর্ষিয়ানদের সম্মান জানাতে চাই। ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকদের আরো আগ্রহী করে তুলতে চাই। এছাড়া অনেক সংগঠক রয়েছেন, যারা নিভৃতে কাজ করে যাচ্ছেন, তাদের স্বীকৃতি দিতে চাই। সে লক্ষ্যেই আমাদের এই শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের আয়োজন। তৃতীয়বারের মতো এই পুরস্কার দিতে যাচ্ছি আমরা’- বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকাল সাড়ে ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুটি প্রতিষ্ঠানের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কারজয়ী প্রত্যেকের হাতে ১ লাখ টাকার চেক, ক্রেস্ট ও একটি করে সনদ তুলে দেওয়া হবে। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ এবং সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার উপস্থিত ছিলেন। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে এবারের আসরে আজীবন সম্মাননা পাচ্ছেন হকির কিংবদন্তী খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক। এছাড়া খেলোয়াড় ক্যাটাগরিতে ফুটবলার সাবিনা খাতুন, ক্রিকেটার তাসকিন আহমেদ, ভারোত্তলক জিয়ারুল ইসলাম, উদীয়মান ক্রীড়াবিদ ক্যাটাগরিতে টেবিল টেনিসের মুহতাসিন আহমেদ হৃদয় ও হকির আমিরুল ইসলাম, ক্রীড়া সংগঠক হিসাবে কলসিন্দুরের মালা রানী সরকার ও হকির ফজলুল ইসলাম (ওস্তাদ ফজলু), ক্রীড়া সাংবাদিক ক্যাটাগরিতে খন্দকার তারেক মো. নুরুল্লাহ এবং ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের জন্য মনোনিত হয়েছেন আতাহার আলী খান। ক্রীড়া সংস্থা হিসেবে বাংলাদেশ আর্চারি ফেডারেশন এবং ক্রীড়া পৃষ্ঠপোষক হিসেবে এই পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ওস্তাদ ফজলু ওরফে ফজলুল ইসলাম একজন নিভৃত কোচ। করোনাকালীন সময়ে তিনি হকি খেলোয়াড় তৈরী করেছেন। উনার হাতে গড়া খেলোয়াড়রাই আজ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছে। যদিও এই পুরস্কারের জন্য তিনি আবেদন করতে চাননি। আমরা স্বপ্রোণদীত হয়েই তাকে পুরস্কার দিচ্ছি।’