ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইংরেজি শিখছেন মেসি

ইংরেজি শিখছেন মেসি

মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে নতুন সংসার পেতেছেন লিওনেল মেসি। সেখানে মেজর লিগ সকারে (এমএলএস) খেলার পাশাপাশি পড়াশোনাও শুরু করেছেন বিশ্বফুটবলের ক্ষুদে যাদুকর। সতীর্থদের সঙ্গে যোগাযোগে ঘাটতি কমাতে নতুন ভাষা রপ্ত করছেন এলএমটেন। মেসির জন্ম আর্জেন্টিনায়, পেশাদার ফুটবল ক্যারিয়ারে সিংহভাগ সময় ছিলেন স্পেনে। দুই দেশের ভাষা একই হওয়ায় অন্য ভাষা শেখার খুব একটা দরকার হয়নি এতদিন। তবে এখন আর এক ভাষাতে আটকে থাকলে চলছে না আর্জেন্টাইন মহাতারকার। স্পেনের ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) হয়ে এখন মেসির নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। মার্কিন মূল্লুকে ভাষাগত সমস্যা এড়াতে ইংরেজি শেখা শুরু করেছেন মেসি। ইতিমধ্যে একটু আধটু বলার চেষ্টাও করছেন। মায়ামির নতুন অধিনায়ককে ইংরেজি শেখানোর দায়িত্ব নিয়েছেন তারই সতীর্থ রব টেইলর। তবে শুধু মেসিকে ইংরেজি শেখানো নয়, তার কাছ থেকে স্প্যানিশও শিখছেন টেইলর। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে রব টেইলর বলেন, ‘আমি স্প্যানিশ শিখছি, মেসি ইংরেজি শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সে এখনও শুধু ভাঙা ভাঙা কয়েকটি শব্দই বলতে পারে।’ তবে মাঠের খেলায় ভাষা কোনো প্রভাব ফেলে না বলে জানান টেইলর। তিনি বলেন, ‘মাঠের মধ্যে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমি মনে করি, ফুটবল নিজেই একটি ভাষা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত