তামিমকে নিয়ে ভাই নাফিস ইকবালের আবেগঘন বার্তা

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পিঠের নিচের অংশের চোট নিয়ে অনিশ্চয়তা থাকায় দলের ভালোর জন্য নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার রাতেই সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন এ ওপেনার। তামিমের নেতৃত্ব ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন ভাই নাফিস ইকবাল। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার নাফিস ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ওয়েল ডান। চিন্তাজুড়ে শুধু দেশ আর দল। আবারো আমাদের গর্বিত করেছো আমার ভাই। তামিমের দেশসেরা ক্রিকেটার হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল ভাই নাফিস ইকবালের। শৈশবে বাবা হারানোর পর বটবৃক্ষের মতো ভাইকে আগলে রেখেছিলেন নাফিস ইকবাল। অনেকে বলে থাকেন, নাফিসও হতে পারতেন বাংলাদেশের সেরা ওপেনারদের একজন। কিন্তু অল্প বয়সে অবসর নিয়ে নেয়ায় সেটা আর হয়নি। তবে ভাইকে ঠিকই বানিয়েছেন দেশসেরা ওপেনার। তামিমের সঙ্গে এক ফেসবুক লাইভে নাফিসের ত্যাগের বিষয়ে মাশরাফি বলেছিলেন, ‘একটা জিনিস বলি, তোর এই পর্যন্ত আসার পেছনে তোর ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। তোর বাবা অন্যরকম মানুষ ছিলেন, তোর মাকেও চিনতাম, তোর চাচারাও আছেন। তবে তোর ভাইয়ের অবদান সবচেয়ে বেশি। তোর ভাই কিন্তু তোদের জন্য যে ছাড় দিয়েছে। তোর জন্য বিশেষ করে, তা অবিশ্বাস্য। তোর ভাই যা করেছে। তুই জানিস না, আমরা জানি।’ ‘ওয়ান পেন্স বার্গার খাইত রে ভাই (বিদেশে খেলতে গেলে)। আমি একদিন ওরে বলেছিলাম, ‘তুই যদি শরীরেই না দিস তুই বাঁচবি কি করে আর খেলবি কি করে।’ পরে আমি বুঝেছি কেন করত। তুই যেন একটা ভালো ব্যাট দিয়ে খেলতে পারিস।’