ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নারী বিশ্বকাপে কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

নারী বিশ্বকাপে কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

চলমান নারী বিশ্বকাপে জাম্বিয়া নারী ফুটবল দলের কোচ ব্রুস মুয়াপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এর মধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে ফিফা। এদিকে, মুয়াপে তার বিরুদ্ধে আনীত অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আসরের শেষ ম্যাচকে সামনে রেখে অনুশীলন করে জাম্বিয়া। শেষ ম্যাচের দুইদিন আগে নিজ দলের এক ফুটবলারের স্পর্শকাতর স্থানে হাত দেন জাম্বিয়া কোচ। মাঠে থাকা বাকি ফুটবলাররা তা দেখে ফেলেন। এক পর্যায়ে তারা সঙ্গে সঙ্গে অভিযোগ জানানোর চিন্তা করলেও পরবর্তীতে ম্যাচের পরে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন। অভিযোগের ব্যাপারে ফিফার এক মুখপাত্র বলেন, ‘জাম্বিয়ান নারী দলের সঙ্গে সম্পর্কিত একটা অভিযোগ আমরা পেয়েছি। এটি বর্তমানে তদন্ত করা হচ্ছে। ফিফা যেকোনো অসদাচরণের অভিযোগ বেশ গুরুত্বের সঙ্গে দেখে। সুস্পষ্ট গোপনীয়তার কারণে আমরা চলমান তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।’ এদিকে, নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জাম্বিয়ার কোচ বলেন, ‘কোন ব্যাপারে কথা বলছেন আপনারা (সাংবাদিক)? আমি জানতে চাই। হয়তো সংবাদমাধ্যমে যা পড়েছেন সেটা আপনার কারণ হতে পারে। সত্যটা বের হয়ে আসা উচিত, গুজবের ওপর ভিত্তি করে সবকিছু বলা যায় না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত