কে ধরবেন তামিমের ‘ছেড়ে দেয়া’ হাল

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পিঠের চোট বড্ড ভোগাচ্ছে। সামনে কোন ম্যাচ খেলতে পারবেন, কোন ম্যাচ পারবেন না, তা নিয়ে আছে অনিশ্চয়তা। দুটি বৈশ্বিক টুর্নামেন্ট সামনে রেখে দলকে এমন অনিশ্চয়তায় রাখা স্রেফ আত্মঘাতী সিদ্ধান্ত। তাইতো দলের কথা চিন্তা করে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। চোটের কারণে আসন্ন এশিয়া কাপেও খেলতে পারবেন না তিনি। অথচ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ টুর্নামেন্ট শুরু হতে বাকি আর মাত্র ২৬ দিন। এমন পরিস্থিতিতে নতুন অধিনায়ক খোঁজার পাশাপাশি বিসিবিকে খুঁজতে হবে নতুন ওপেনারও। তামিম অধিনায়কত্ব ছাড়ায় বর্তমানে এক হিসেবে নেতৃত্বশূন্য হয়ে পড়েছে দল। সহ-অধিনায়ক লিটন কুমার দাসকে এশিয়া কাপে ভারপ্রাপ্ত করার কথা থাকলেও সেটি হচ্ছে না। এমন ইঙ্গিতই দিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। দেশসেরা এই ওপেনার দলের দায়িত্ব ছাড়ার পর ক্রিকেট পাড়াজুড়ে আলোচনার বিষয়বস্তু একটাই। লিটন না হলে কে হচ্ছেন টাইগারদের প্রিয় ফরম্যাটের অধিনায়ক? অধিনায়কের দৌড়ে এখন পর্যন্ত সর্বাধিকবার শোনা যাচ্ছে টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি সাকিব আল হাসানের নাম। বোর্ড কর্তাদের একটি বড় অংশ সাকিবকে অধিনায়ক বানানোর পক্ষে। পাশাপাশি জাতীয় দলের বর্তমান পরিস্থিতি বলছে অধিনায়কের দৌড়ে রয়েছেন শুধু সাকিবই। অধিনায়ক হিসেবে জাতীয় দলে বর্তমানে অধিনায়কের দায়িত্ব পালন করতে সক্ষম মুশফিকুর রহিম, লিটন দাস ও সাকিব আল হাসান। নিজের পারফরম্যান্সে দিকেও ফোকাস দিতে অধিনায়কের দায়িত্ব নিতে আগ্রহী নন মুশফিক সেটি অনেক আগের কথা। আর লিটনকে বিশ্বকাপের মতো মঞ্চে এখনই অধিনায়কের জন্য উপযুক্ত ভাবছে না টিম ম্যানেজমেন্ট। সেই হিসেবে বাকি থাকেন কেবল সাকিব আল হাসান। গুঞ্জন রয়েছে এর মধ্যেই সাকিবের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছেন বোর্ডের কর্তারা। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে বেশ কিছু কঠিন শর্তও নাকিজুড়ে দিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। দলের দায়িত্ব কাঁধে তুলে তিনি তখনই নেবেন, যদি বোর্ড আমলে নেয় সেই শর্তগুলো। এখন দেখার বিষয় দল ঘোষণার নাটকের সঙ্গে যোগ হওয়া অধিনায়ক ঘোষণার নাটক শেষ হয় কত পর্বে গিয়ে।