তামিম ইস্যুতে বিসিবিতে কোনো অস্থিরতা নেই

বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন। তাতে স্বস্তি ফিরেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। তবে সম্প্রতি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেসশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে বৈঠকের পর নেতৃত্ব ছেড়ে দেন দেশ সেরা এ ওপেনার। তার নেতৃত্ব ছাড়ার পেছনে অন্যতম কারণ কোমরের ইনজুরি। যেটি যথাসময়ে বুঝতে পারেনি বিসিবির মেডিকেল বিভাগ। একইসঙ্গে তামিম আসন্ন এশিয়া কাপেও খেলবেন না। তামিমের ইনজুরির অবহেলা, নেতৃত্ব ছাড়া ও নতুন অধিনায়ক খোঁজা সবকিছু মিলিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেট বোর্ড আছে অস্বস্তির মধ্যে। স্বয়ং বিসিবি সভাপতিও বিষয়টিকে ধাক্কা বলে উল্লেখ করেছিলেন। তবে এ নিয়ে কোনো ‘অস্থিরতা’ নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মল্লিক। তিনি বলেন, ‘(অধিনায়ক ঠিক করা নিয়ে) না! (বিসিবিতে) কোনো অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা’- এভাবেই বলেছেন মল্লিক। নতুন অধিনায়ক নিয়ে বিসিবি কাজ করছে জানিয়ে মল্লিক বলেন, ‘ওনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’ জাতীয় দলের সাবেক টিম ডিরেক্টর ও অন্যতম সিনিয়র পরিচালক খালেদ মাহমুদ সুজনকে এখন বোর্ডের কার্যক্রমে একটু কম দেখা যাচ্ছে। তার পেছনে বিশেষ কোনো কারণ আছে কি? এমন প্রশ্নের জবাবে মল্লিক বলেন, ‘সুজন ভাই তো আছেন। উনি আমাদের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান। অপারেশন্সেরও ভাইস চেয়ারম্যান। পরশু দিনও আমি দেখেছি বোর্ড সভাপতির সঙ্গেও বিভিন্ন কিছু নিয়ে কথা বলছেন।’ এর আগে গত বৃহস্পতিবার তামিম জানিয়েছিলেন, ‘আমার ইনজুরি একটা ইস্যু, যে ইনজেকশনটা নিয়েছি ওটা অনেকটা হিট অ্যান্ড মিসের মতো। আমার কাছে মনে হয় যে দল আগে, দলের কথা চিন্তা করে আমার নেতৃত্ব ছাড়াটা সবচেয়ে ভালো বিষয়। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও কথা বলেছি। উনি বুঝেছেন। মূল বিষয় হলো দলের ভালোর জন্য আমি নেতৃত্ব ছাড়ছি; এখন একজন ক্রিকেটার হিসেবে খেলতে চাই।’