‘আমি বিসিএস ক্যাডার নই, ক্রিকেটই আমার রুটি-রুজি’

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

পিঠের চোট সারাতে কাতারে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন। গতকাল শনিবার রাতে দেশ ছাড়ার আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সেখানে জানালেন, ফিরে আসার অভিযানে হাল ছাড়তে রাজি নন তিনি। সাইফউদ্দিন বলেন, ‘এটা (ক্রিকেট) আমার পেশা। সত্যি বলতে, আমি বিসিএস ক্যাডার নই, যে অন্য কোনো চাকরি করব (হাসি)। যত দিনই খেলতে হবে, লড়াই করে খেলতে হবে। এটা আমার রুটি-রুজি। ক্রিকেট আমার সব কিছু। এটার জন্য যতটুকু করা দরকার, সব সময় করে এসেছি এবং সবসময় করব।’ বাংলাদেশ দলের বর্তমান পারফরম্যান্স নিয়ে অবশ্য খুশি সাইফউদ্দিন, ‘মাশাআল্লাহ। আমরা শেষ দুটি টি-টোয়েন্টি সিরিজ খুব ভালো খেলেছি। আফগানিস্তান, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডকে আমরা হারিয়েছি। খুব ভালো ফ্লোতে ছিলাম। হয়তোবা আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ হেরেছি। তারপরও আমি মনে করি, আমাদের দল সেরা ছন্দে আছে। আলহামদুলিল্লাহ।’ চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিঁটকে গেছেন তামিম ইকবাল। যে কারণে তামিমকে মিস করবেন সাফউদ্দিন, ‘তামিম ভাই অনেক অভিজ্ঞ একজন ব্যাটসম্যান।