ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিসিবির জরুরি বৈঠক আজ

ঘোষণা হবে ওয়ানডে অধিনায়কের নাম

ঘোষণা হবে ওয়ানডে অধিনায়কের নাম

চোটের কাছে হার মেনে ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। এশিয়া কাপের আগে দেশসেরা এ ওপেনারের সিদ্ধান্তে খানিকটা বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিটনেস ক্যাম্প শুরু হলেও এখনো দল ঘোষণা করতে পারেনি দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। চাপ রয়েছে বিশ্বকাপের দল ঘোষণার জন্য আইসিসির বেঁধে দেয়া ডেডলাইন। তাছাড়া এশিয়া কাপের আগেই বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণার কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এমন পরিস্থিতিতে দল ঘোষণার আগে বিসিবিকে রীতিমতো খাবি খেতে হচ্ছে নতুন অধিনায়ক নির্ধারণে। ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। দেশের ভক্ত-সমর্থকদের কাছে অবশ্য অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সাকিব আল হাসান। এছাড়া আলোচনায় আছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। কিন্তু বিসিবির ভাবনায় আসলে কে? আজ দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জরুরি বৈঠকে বসছে বিসিবির পরিচালনা পর্ষদ। বৈঠকের মূল এজেন্ডা থাকছে অধিনায়ক ইস্যু। মূলত এশিয়া কাপ এবং বিশ্বকাপের অধিনায়ক কে হবেন সেই বিষয়েই বোর্ড সভা ডাকা হয়েছে। সাবেক ক্রিকেটার কিংবা ক্রীড়াবোদ্ধা সবার ভোট সাকিবের পক্ষে। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো? ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে করে দেয়া। এটাতে কোনো সমস্যা নেই।’ সাকিব ছাড়াও অধিনায়কত্বের আলোচনায় আছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তবে মেগা দুটি টুর্নামেন্টে বাংলাদেশের কান্ডারি কে হচ্ছেন জানা যাবে আজই। এছাড়া আসন্ন এশিয়া কাপের প্রাথমিক দলও দেয়া হতে পারে এদিন। প্রসঙ্গত, গত জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালীন তামিম ইকবালের হঠাৎ অবসর ঘোষণায় শুরু হয় সংকট। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম ২৮ ঘণ্টার মাঝে খেলায় ফেরার ঘোষণা দেন। তখন তামিম জানিয়েছিলেন তিনি অধিনায়ক হয়ে ফিরবেন নাকি শুধু খেলোয়াড় হিসেবে সেটি ঠিক হবে বিসিবির সঙ্গে বৈঠকের পর। তাছাড়া কিছু দিনের ছুটিও নিয়ে নেন তিনি। ছুটির মধ্যে লন্ডনে চিকিৎসা শেষে তামিম গত ৩ আগস্ট বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে। সেখানে তিনি জানান নেতৃত্ব ছেড়ে শুধু খেলা চালিয়ে যাওয়ার কথা। এরপরই মূলত শুরু হয় অধিনায়কত্ব নিয়ে আলোচনা। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসর থাকায় বিসিবি বেশ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে নতুন অধিনায়ক ঠিক করা নিয়ে

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত