আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চলতি বছরের অক্টোবরে বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্ব খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তারই প্রস্তুতি হিসেবে ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে জামাল-মোরসালিনরা। দুটি ম্যাচই হবে ঘরের মাঠে। তবে এখনো ভেন্যু চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থার সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এ তথ্য জানিয়েছেন। গতকাল সোমবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আগামী সেপ্টেম্বরে ফিফা প্রীতি ম্যাচের উইন্ডোতে আমরা আফগানিস্তানের সঙ্গে দুটি ম্যাচ খেলব। ম্যাচ দুটি ৪ ও ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আমরা শিগগিরই ভেন্যু সম্পর্কে জানাতে পারব। আগামী অক্টোবরে বিশ্বকাপ ও এএফসি বাছাইপর্ব আছে, তারই প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের সঙ্গে এই ফিফা প্রীতি ম্যাচ দুটি খেলছি আমরা।’ এই ম্যাচ আয়োজনের জন্য প্রাথমিকভাবে তিনটি ভেন্যু বিকল্প হিসেবে বিবেচনা করছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।