ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইষ্টবেঙ্গলকে রুখে দিল সেনাবাহিনী

ইষ্টবেঙ্গলকে রুখে দিল সেনাবাহিনী

ডুরান্ড কাপে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইষ্টবেঙ্গলকে রুখে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত রোববার বিবেকান্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচে ভারতের প্রাচীন এই ক্লাবটির সঙ্গে ২-২ গোলে ড্র করেন কোচ আবদুর রাজ্জাকের শিষ্যরা। ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে সোল ক্রেসপো গোল করে লাল-হলুদদের এগিয়ে দেন (১-০)। প্রথমার্ধের ইনজুরি সময়ে জ্যাভিয়ার সিভারিওর গোলে ব্যবধান দ্বিগুণ হয় ইষ্টবেঙ্গলের (২-০)। তবে হাল ছেড়ে দেননি লাল সবুজের সেনারা। লড়াই করতে থাকেন বুক চিতিয়ে। ম্যাচের ৮৮ মিনিটে শাহরিয়ার ইমন গোল করলে ব্যবধান কমে (১-২)। অন্তিম সময়ে মেহরাজ প্রধানের গোলে ম্যাচ ড্র করে ইষ্টবেঙ্গলের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেয় সেনাবাহিনী (২-২)। কলকাতা থেকে কোচ আবদুর রাজ্জাক সামাজিক যোগাযোগের মাধ্যমে বলেন, ‘ইষ্টবেঙ্গলের মতো দলকে ছেলেরা রুখে দিয়েছে, এরচেয়ে আনন্দের আর কি হতে পারে। আজ আমি সত্যিই আনন্দিত।’ ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে ৫-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ সেনাবাহিনী। ১০ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে লড়বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দলটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত