ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন

পদ্মা সেতু কেবল যোগাযোগের মাধ্যমই নয়, এটা বাংলাদেশিদের জন্য আবেগ ও ভালোবাসার নাম। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে তেরি হয়েছে স্বপ্নের এই সেতু। স্বাভাবিকভাবেই দেশের অন্যতম সেরা স্থাপনা। আর সেই স্থাপনাতেই হলো আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন। বিশ্বকাপ শুরুর আগে প্রতিবারই বিশ্ব ভ্রমণে বের হয় ট্রফি। তারই অংশ হিসেবে মহাকাশ থেকে শুরু হয়েছে এবারের ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর। গত রোববার মধ্যরাতে বাংলাদেশে এসেছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। গতকাল সোমবার পদ্মা সেতুতে ফটোসেশনের মধ্যদিয়ে শুরু হয়েছে বাংলাদেশে আইসিসি ট্রফির তিন দিনের ট্যুর। বিকাল ৩টার দিকে হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের পদ্মা সেতু প্রকল্পের ১ নম্বর সার্ভিস এরিয়াতে নেয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকাল সাড়ে ৪টার দিকে ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায়। সেখানে প্রমত্তা পদ্মার তীরে স্বপ্নের পদ্মা সেতুকে ঘিরে চলে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফির অফিশিয়াল ফটোসেশন। এ সময় আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফটোসেশন ঘিরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উৎসবের আমেজ বিরাজ করে। আইসিসির রীতি অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। এর আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল। এবার বেছে নেওয়া হয় পদ্মা সেতুকে। কেন না, গত বছরের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু এখন দেশের অন্যতম একটি আইকনিক স্থাপনা ও গর্বের প্রতীক। সে কারণে পদ্মা সেতুতে এবার আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় দল, নারী জাতীয় দল, সাবেক-বর্তমান ক্রিকেটার, ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তা, আয়োজক ও মিডিয়ার জন্য উন্মুক্ত থাকবে ট্রফি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত