মেসির জাদুতে রোমাঞ্চকর ম্যাচ জিতে কোয়াটার ফাইনালে মায়ামি

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

মার্কিন মুল্লুকে প্রথমবারের মতো প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি। সেখানেও রীতিমতো ম্যাজিক দেখালেন বিশ্ব ফুটবলের এই ক্ষুদে জাদুকর। রবার্ট টেইলরের আত্মঘাতী গোলে ইন্টার মায়ামি যখন ৪-২ গোলে পিছিয়ে তখন, ম্যাচের বাকি আধ ঘণ্টারও কম সময়। ডেভিড বেকহামের ক্লাবে তখন লিওনেল মেসির প্রথম পরাজয় দেখে ফেলেছে অনেকেই। টুইট করা হচ্ছিল, মেসিরও যে অভিজ্ঞতা হওয়া বাকি! তবে যুক্তরাষ্ট্রে আসার পর থেকে এমএলএস’র দর্শকদের যেমন প্রতি ম্যাচ শেষেই মেসি উপহার দিয়ে যাচ্ছেন চর্মচক্ষের জন্য নিত্য-নতুন অভিজ্ঞতা, এবারও তা বাদ গেল না। সংকটের মুহূর্তেই উঠে দাঁড়ালেন আর্জেন্টাইন মহানায়ক। ট্রেডমার্ক ফ্রিকিকে জাগিয়ে তুললেন মায়ামিকে। টাইব্রেকার শেষে জয়ী দলের নামও মেসির ইন্টার মায়ামি। লিগ কাপের এই নকআউট ম্যাচে প্রত্যাবর্তনের রোমাঞ্চকর গল্প লিখে কোয়াটার ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির মায়ামি। টেক্সাসের টয়োটা স্টেডিয়ামে বাংলাদেশ সময় গতকাল সোমবার সকালে এফসি ডালাসের বিপক্ষে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে জিতেছে মায়ামি। এর আগে রোলার কোস্টার রাইডের রূপ নেয়া ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে ড্র ছিল। এই ৮ গোলের ম্যাচে প্রথম ও শেষ- দুইটি গোল এসেছে লিওনেল মেসির পা থেকে। সেগুলোও মেসির শাশ্বত গোল। প্রথম গোল আপনাকে ভাসাতে পারে নস্টালজিয়ায়। বামপ্রান্ত থেকে জর্ডি আলবার ক্রস থেকে মেসির শট যখন খুঁজে নেয় গোলপোস্টের আশ্রয়, স্মৃতি প্রতারণা না করলে দর্শক তখন উড়ে যাবে ২০১৭ সালের সান্তিয়াগো বার্নাব্যুর ফুটবলীয় মহাকাব্যে।