ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ ৯ খেলার সূচিতে পরিবর্তন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসহ ৯ খেলার সূচিতে পরিবর্তন

আগের আসরগুলোর তুলনায় খানিকটা দেরি করেই ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কাউন্টডাউন শুরুর ঠিক ১০০ দিন আগে সূচি প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। তবে সে সূচি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। ফলে শেষ সময়ে এসে সূচি পরিবর্তন নিয়ে গুঞ্জন ডালপালা মেলেছিল। অবশেষে এটাই সত্যি হলো। এলো আনুষ্ঠানিক ঘোষণা। টুর্নামেন্টের প্রাথমিক পর্বের ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যেখানে তিনটি ম্যাচ নতুন সূচিতে খেলবে বাংলাদেশ। পাল্টে গেছে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিও। কোনোটার ম্যাচের দিন এগিয়ে আনা হয়েছে। কোনোটার পেছানো হয়েছে। আবার কোনো ম্যাচে দিবারাত্রির পরিবর্তে শুধু দিন করা হয়েছে। গতকাল বুধবার পরিবর্তিত সূচি প্রকাশ করেছে আইসিসি। বিশ্বকাপ সূচি ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত এবং পাকিস্তানের মধ্যকার ওই এক ম্যাচের জন্য পুরো বিশ্বকাপের সূচিতেই পরিবর্তন আনতে হয়েছে। শুধু ভারত-পাকিস্তান ম্যাচই নয়, একই সঙ্গে কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচেরও সূচি পরিবর্তনের আবেদন জানানো হয়েছিল কালীপূজা উৎসবের কারণে। পরিবর্তিত ৯ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। ১৪ অক্টোবর চেন্নাইতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ। ওই ম্যাচ পরিবর্তন করে নিয়ে আসা হয়েছে ১৩ অক্টোবর। দিবা-রাত্রিতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ১০ অক্টোবর ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের তারিখ ঠিক থাকলেও পরিবর্তিত সূচিতে বাংলাদেশের ওই ম্যাচ অনুষ্ঠিত হবে শুধু দিনের আলোয়। এছাড়া ১২ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এগিয়ে আনা হয়েছে ১১ নভেম্বর। আহমেদাবাদে ভারত এবং পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৪ অক্টোবর। এই একটি ম্যাচের জন্য হায়দরাবাদে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি খেলা হবে ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর। ভারতের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তান দলকে পর্যাপ্ত সময় দেওয়ার জন্যই এই ম্যাচটি দুই দিন এগিয়ে আনা হয়। লখনৌয়ে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৩ অক্টোবর। পরিবর্তিত সূচিতে একদিন এগিয়ে অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর। দিল্লিতে ইংল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ১৪ অক্টোবর। পরিবর্তে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি একদিন এগিয়ে এনে (১৩ অক্টোবর) দিবা-রাত্রিতে করা হয়েছে। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসানদের ম্যাচটি ১০ অক্টোবরই অনুষ্ঠিত হবে। যদিও সেটা দিবা-রাত্রির পরিবর্তে শুধু দিনের বেলায়। বাংলাদেশের আরো একটি ম্যাচের সূচি পরিবর্তন হয়েছে। ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুটি ম্যাচ। পুনেতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া এবং কলকাতায় ইংল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ।

কিন্তু কলকাতায় একই দিন কালীপুজা উৎসবের কারণে ম্যাচ দুটির সূচি পরিবর্তন করে নেয়া হয়েছে ১১ নভেম্বরে। লিগ পর্বের ম্যাচ শেষ হবে ভারত এবং নেদারল্যান্ডসের ম্যাচের মধ্যদিয়ে। নভেম্বরের ১২ তারিখ ম্যাচটি অনুষ্ঠিত হবে। পূর্বের সূচি ছিল ১১ অক্টোবর। বিশ্বকাপ শুরুর সময়টা ঠিকই থাকছে। ৫ অক্টোবর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ১৮ নভেম্বর আহমেদবাদে অনুষ্ঠিত হবে ফাইনাল এবং ১৫ ও ১৬ নভেম্বর মুম্বাই ও কলকাতায় অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত