ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আর্জেন্টিনার ক্লাবে খেলতে যাচ্ছেন জামাল ভূঁইয়া

আর্জেন্টিনার ক্লাবে খেলতে যাচ্ছেন জামাল ভূঁইয়া

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দ্য মায়োতে খেলার আমন্ত্রণ আগেই পেয়েছেন জামাল ভূঁইয়া। গত মৌসুমে প্রিমিয়ার লিগের মাঝপথে চেষ্টা করেও যেতে পারেননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। ওই সময় শেখ রাসেল ক্রীড়াচক্র তাকে অনুমতি দেয়নি। তবে সেটি প্রকাশ না করে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিএনটি স্পোর্টসের খবর পুরোপুরি উড়িয়ে দিয়েছিলেন জামাল। সম্প্রতি ওই ক্লাবটি আবারো আমন্ত্রণ জানিয়েছে ডেনমার্ক প্রবাসী এই ফুটবলারকে। এবার আর্জেন্টিনার চ্যালেঞ্জ নেয়ার কথা ভাবছেন জামাল। যদিও নতুন মৌসুমের জন্য তার আগের গত আসরের দল শেখ রাসেলের সঙ্গে ফের চুক্তি করেছেন তিনি। এরই মধ্যে আর্জেন্টিনা থেকে ক্লাব সংশ্লিষ্ট একজন জামালের সেখানে খেলা অনেকটা নিশ্চিত বলে টুইট করেছেন। ২৭ আগস্ট জার্মিনালের বিপক্ষে প্রথম ম্যাচে জামাল মাঠে নামতে পারেন বলে ধারণাও দেয়া হয়েছে। এরই মধ্যে তার ক্লাব সোল দে মাইয়ো তাদের অফিসিয়াল ফেইসবুকে ছবি ও বার্তা পোস্ট করে জানিয়ে দেয় জামালের যোগ দেয়ার খবর। ‘জামাল ভূঁইয়াকে আর্জেন্টিনাতে স্বাগত জানাই এবং সোল দ্য মাইয়ো পরিবারের জন্য এটি একটি রোমাঞ্চকর মুহূর্ত। আমরা তার এই দলের সাথে অনেক সাফল্য কামনা করি এবং আশা করি, তার উপস্থিতি ক্লাবের ধারাবাহিক উন্নতি ও সফলতায় অবদান রাখবে। একটি চমৎকার মৌসুম কাটান এবং মাঠে আপনার সমস্ত লক্ষ্য অর্জন করুন।’ অবশ্য খানিক বাদে অবশ্য পোস্ট সরিয়ে ক্লাবটি। তবে আর্জেন্টিনায় খেলার বিষয়ে নিশ্চিত করে কিছু বলছেন না জামাল ভূঁইয়া। বর্তমানে নেদারল্যান্ডসে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে জামাল বলেন, ‘আসলে আমি আর্জেন্টিনার ক্লাব থেকে এমনি প্রদর্শনী ম্যাচ খেলার জন্য আমন্ত্রণ পেয়েছি।

আরো দুজন বন্ধুও আমন্ত্রণ পেয়েছে। তবে আমি সেখানে এখনো যাইনি। সোল দ্য মায়োতে খেলা কঠিনই বলব। আমি খেলতে পারব কি না, জানি না। আগামী মাসে ঢাকায় ফিরব। তারপর সিদ্ধান্ত নেব কী করব।’ জামাল ভূঁইয়া তার ফুটবলের পথচলা শুরু করেছিলেন ডেনমার্কের হয়ে। কিন্তু নিজ দেশের টানে ২০১৪ সাল থেকে বাংলাদেশে এসে ফুটবল ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় হয়ে উঠেছেন এই মিডফিল্ডার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত