ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুম্বাই যাবে বাংলাদেশ ডিউবল দল

মুম্বাই যাবে বাংলাদেশ ডিউবল দল

এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে অক্টোবরে ভারতের মুম্বাইয়ে যাবে বাংলাদেশ জাতীয় পুরুষ ডিউবল দল। ৭ থেকে ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ১২টি দেশ অংশ নেবে এই চ্যাম্পিয়নশিপে। দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইরাক ও ইয়েমেন এই প্রতিযোগিতায় খেলবে। আগের দুইবারের রানার্সআপ বাংলাদেশের লক্ষ্য এবার শিরোপা জেতা। ওই টুর্নামেন্টে জাতীয় দল বাছাইয়ের জন্য আগামী রোববার থেকে শুরু হচ্ছে শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ওয়ালটন জাতীয় ডিউবল চ্যাম্পিয়নশিপের খেলা। ছেলেদের আটটি ও মেয়েদের ছয়টি দল নিয়ে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই খেলা। গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিউবলের সাধারণ সম্পাদক বিএম শহিদ। এ সময় ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মো. মেহরাব হোসেন আসিফ ও বাংলাদেশ ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিএম শহীদুজ্জামানসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পুরুষ বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, বাংলাদেশ জেল, বাংলাদেশ আনসার ও ভিডিপি, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব, জেবিআরসি নারায়ণগঞ্জ, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ। নারী বিভাগের দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাব, বাংলাদেশ আনসার ও ভিডিপি, জেবিআরসি নারায়ণগঞ্জ, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, রাজধানী স্পোর্টিং ক্লাব ও ফিরোজ স্মৃতি সংসদ। পুরুষ ও নারী বিভাগের দলগুলোকে দুই গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত