ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১৫ বছরেই বার্সার ট্রফি জয়ের ‘নায়ক’ ইয়ামাল

১৫ বছরেই বার্সার ট্রফি জয়ের ‘নায়ক’ ইয়ামাল

হোয়ান গাম্পার ট্রফিতে সর্বশেষ ১১ বছর আগে হেরেছিল বার্সেলোনা। আবারও সেই হারের সম্ভাবনা উঁকি দিয়েছিল। নির্ধারিত সময় শেষ হতে তখন মিনিট দশেক বাকি। ২-১ গোলের ব্যবধানে পিছিয়ে কাতালানরা। ঠিক তখন সমতায় ফেরে দলটি, যার পুরো কৃতিত্বই তরুণ লামিনে ইয়ামালের। এরপর আরো দুটি গোল করে গাম্পার ট্রফি জিতে নেয় বার্সা। আর এই দুটি গোলের উৎসও ওই ইয়ামাল। ১১ মিনিটের ম্যাজিকেই নিজের জাত চেনালেন ১৫ বছরের এই কিশোর। গত মৌসুমে লা লিগায় বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন তিনি। গত মঙ্গলবার রাতে স্তাদি অলিম্পিক লুইস কোম্পানিতে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে গোল পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি, ফেরান তোরেস, আনসু ফাতি ও আব্দে ইজালজুইলি। স্পার্সের হয়ে জোড়া গোল করেন অলিভার স্কিপ। প্রতি বছরই মৌসুম শুরুর আগে হুয়ান গাম্পার ট্রফির আয়োজন করে বার্সেলোনা।

তবে সেই ২০১২ সাল থেকে এই ট্রফি অন্য কোনো দলের হাতে উঠতে দেয়নি তারা। আগের দিন সেই ট্রফি জয়ের খুব কাছেই চলে গিয়েছিল অতিথি দল টটেনহ্যাম। তবে তরুণ ইয়ামালের নৈপুণ্যে শেষ পর্যন্ত এ ট্রফি ধরে রাখতে পারে কাতালান ক্লাবটি। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে জায়গা করে নিয়ে গত মৌসুমে হৈচৈ ফেলে দিয়েছেন ইয়ামাল। নিজেদের ইতিহাসের সর্ব কনিষ্ঠ খেলোয়াড়কে আগের দিন ৮০তম মিনিটেই মাঠে নামায় তারা। এর পরই ম্যাচের গতি যায় পুরো পাল্টে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত