ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বকাপের আগে ইডেনের ড্রেসিংরুম পুড়ে ছাই

বিশ্বকাপের আগে ইডেনের ড্রেসিংরুম পুড়ে ছাই

পঞ্চাশ ওভারের বিশ্বকাপ মাঠে গড়াতে আর খুব বেশি দিন বাকি নেই। ভারতে হতে যাওয়া এ টুর্নামেন্ট শুরু হবে আর মাত্র ১ মাস ২৬ দিন বাদেই। তার আগে বিশ্বকাপের ভেন্যু ইডেন গার্ডেনের বামদিকের ড্রেসিং রুমের সরঞ্জামাদি পুড়ে ছাই হয়েছে। গত বুধবার রাতে ঘটা এ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ড্রেসিং রুমের ফলস ছাদে শর্টসার্কিট হয়ে আগুন লেগে যায়। ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা এসে ঘণ্টা খানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে গেছে অনেক কিছু। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে বড়সড় কোনো ক্ষতি না হলেও ড্রেসিং রুমে রাখা খেলোয়াড়দের সরঞ্জামাদি পুড়ে গেছে। ইডেন গার্ডেনে বিশ্বকাপের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৮ অক্টোবর এই মাঠের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নেদারল্যান্ডস। এরপর ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ। আর ৫ নভেম্বর হবে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি। নভেম্বরের ১১ তারিখ মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। এছাড়া ১৬ নভেম্বর হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে এখানে। বিশ্বকাপ সামনে রেখে ইডেন গার্ডেনের সংস্কার কাজ চলছে। আইসিসি কিছুদিন আগে সংস্কারকাজ পরিদর্শন করে গিয়ে সন্তোষ প্রকাশ করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত