রোমানাকে ‘আচরণবিধি স্মরণ’ করিয়ে দিল বিসিবি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

হঠাৎ করে জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রোমানা আহমেদ ‘নো মোর ক্রিকেট’ লিখে ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দেন। তিনি বোঝাতে চেয়েছেন, আর ক্রিকেট খেলবেন না, অর্থাৎ ব্যাট-প্যাড তুলে বিদায় জানিয়ে দেবেন ২২ গজকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিতে থাকা রোমানা সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে স্ট্যাটাস দেয়ায় তাকে ডেকে আচরণবিধির কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। রোমানাও নিজের ভুল বুঝতে পেতে বোর্ডকে খেলায় ফেরার বিষয়ে আশ্বস্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার রোমানাকে বিসিবিতে ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আল আলম চৌধুরী নাদেল ও নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন। বৈঠক শেষে রোমানাকে ডেকে আচরণবিধি স্মরণ করিয়ে দেয়ার বিষয়টি নাদেল নিশ্চিত করেন। এ ছাড়া রোমানা যে খেলা চালিয়ে যাবেন সেটিও নিশ্চিত করেছেন নাদেল। মুঠোফোনে নাদেল বলেন, ‘সে খেলবে। সে খেলতেই চায়। সমস্যাটা আসলে আভ্যন্তরীণ বিষয়। আমাদেরও পরিকল্পনা থাকে, কাকে কোন জায়গায় নেওয়া হবে বা ভবিষ্যতে পরিকল্পনায় কারা থাকবে সেটা নির্বাচকরা ঠিক করে। সবকিছু যে তাদেরও মনমতো হবে এমনও না। এখন তো আমাদের পজিশনে একাধিক ক্রিকেটার আছে। তাদের যা যা প্রয়োজন, আমাদের যা যা করার দরকার আমরা করব। বাকিটা তাদের উপর।’ ‘এগুলোতো বোর্ডের আচরণবিধির বিষয়। আমরা তাদের মাঝেমধ্যে এগুলো স্মরণ করিয়ে দিই। আমরা তাদের বিষয়গুলো যতটুকু পারি নরমভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। তাদের এটা স্মরণ করিয়ে দেয়া হয়েছে, সবকিছুতো এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া যায় না। তারাতো চুক্তিতে থাকা ক্রিকেটার’- আরো যোগ করেন নাদেল। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১৩৪ ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা রোমানা রহস্যমাখা স্ট্যাটাস দেন ৫ আগস্ট রাতে। মূলত নারী দলের ক্যাম্প থেকে বাদ পড়ে হতাশা থেকে এমন স্ট্যাটাস দেন। বিষয়গুলো তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। নাদেল বলেন, ‘তাদেরকে আমরা সব সময় সমর্থন দিয়ে যাই, তাদের কোনো সমস্যা হলে আমরা দেখি, যে কোনো সমস্যায় আমরা তাদের সহোযোগিতা করতে চাই। এটাতো আমাদের একটা প্রক্রিয়ার মধ্যেই আছে। তার সঙ্গে কথা বলছি। সে যে বিষয়গুগুলো অনুমান করে এটা করেছে সেটা আমরা তাকে বুঝিয়ে দিয়েছি। তাকে বলা হয়েছে কোচ এবং নির্বাচকদের সঙ্গে কথা বলার জন্য, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য।’ স্ট্যাটাস দেওয়ার পরদিন রোমানা বলেছিলেন তিনি হাতাশার মধ্যে আছেন। বিসিবির সঙ্গে আলোচনার পর আরও ভেবে সিদ্ধান্ত নেবেন, ‘আমার ধ্যান-জ্ঞান সবকিছু ক্রিকেটে ছিল। ক্রিকেট ছাড়াও আমার অন্যজীবন আছে।