ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেবাগের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

শেবাগের চোখে বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট

ভারতে অনুষ্ঠেয় আইসিসি ওয়ানডে বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ৫ অক্টোবর থেকে। ফলে সময়ের হিসেবে বিশ্বকাপের পর্দা উঠতে এখনো ৫৫ দিন বাকি। বিশ্বকাপকে ঘিরে নানা পরিকল্পনা সাজাতে ব্যস্ত ক্রিকেটের পরাশক্তি দেশগুলো। স্বাভাবিকভাবেই ঘরের বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্নই দেখছে গোটা ভারত। ভক্ত-সমর্থকদের মনের আশা পূরণে সম্ভাব্য সব চেষ্টায় করবেন রোহিত-কোহলিরা। এরইমধ্যে বিশ্বকাপ নিয়ে নানা বিচার-বিশ্লেষণ শুরু করে দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটাররা। এবার সে তালিকায় যুক্ত হলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক ব্যাটার বীরেন্দ্র শেবাগ। মেন ইন ব্লুজদের বিশ্বকাপজয়ী দলের অন্যতম এ সদস্য জানালেন আসন্ন বিশ্বকাপে কারা খেলতে পারে সেমিফাইনাল। দলগুলোর বর্তমান পারফরম্যান্স, গেম প্ল্যান ও অভিজ্ঞতার বিচারে চারটি দলকে বাছাই করেছেন তিনি। ভারতের সাবেক এই ওপেনারের মতো এবারের বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে স্বাগতিক ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ২০১১ বিশ্বকাপ জয়ী এই তারকা ওপেনার। শেবাগের ভাষ্যমতে, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডকে অবশ্যই সেমিফাইনালিস্ট বিবেচনা করতে হবে। এ দুটি দল প্রচলিত ধারার শট খেলে না, তারা অপ্রচলিত ধারায় খুবই ভালো। আর ইংল্যান্ড, অস্ট্রেলিয়াই সেই দুটি দল, যারা উপমহাদেশের মাটিতে ভালো খেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত