ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আর্জেন্টাইন ফুটবলারের পা ভেঙে নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকা

আর্জেন্টাইন ফুটবলারের পা ভেঙে নিষিদ্ধ ব্রাজিলিয়ান তারকা

ফ্লুমিনেন্সের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোর ট্যাকেলে আহত হয়েছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ। ওই ম্যাচে ইচ্ছাকৃতভাবে না হলেও ঘটনাটি ভয়াবহই ছিল। ঘটনাটি ঘটেছে গত ১ আগস্ট বুয়েন্স আয়ার্সে কোপা লিবার্তাদোরেসের এক ম্যাচে। এ সময় পা ভেঙে উল্টো দিকে গিয়ে মুচড়ে যাওয়ার ঘটনায় নিজেও কান্নায় ভেঙে পড়েছিলেন। এবার সেই ঘটনার ১০ দিন পর ব্রাজিলিয়ান তারকাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে সাউথ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। একই সঙ্গে ৩৫ বছর বয়সি এই ফুটবলারকে ছয় হাজার ইউরো জরিমানাও গুনতে হবে। এরই মধ্যে এক ম্যাচ মাঠের বাইরে ছিলেন মার্সেলো। মাঠে নামেননি শেষ ষোলোর ফিরতি লেগে। তবে ওই ম্যাচে তার (মার্সেলো) দল ২-০ গোল ব্যবধানে জিতেছিল। নিষেধাজ্ঞার কারণে কোয়ার্টার ফাইনালের দুই লেগে মার্সেলোর খেলা হবে না। টুর্নামেন্টের শেষ ষোলোর প্রথম লেগে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স ম্যাচের ৫৫তম মিনিটে ঘটে এই ভয়ানক দুর্ঘটনা। বল কাটানোর সময় মার্সেলোর দিকে পা বাড়িয়ে দেন লুসিয়ানো। এ সময় মার্সেলোর পা গিয়ে পড়ে লুসিয়ানোর বাড়িয়ে দেওয়া পায়ের ওপর। বেকায়দায় থাকা লুসিয়ানোর পা চোখের পলকে হাঁটু থেকে ভেঙে উল্টিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন ২৯ বছর বয়সী এই ফুটবলার।

অনাকাঙ্ক্ষিত ফাউল করায় লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান লেফট-ব্যাক। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান মার্সেলো। লুসিয়ানোর পায়ের কাছে বসে ভেঙে পড়েন কান্নায়। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, মাঠে আমি খুব কঠিন একটি সময় পার করেছি। কোনো উদ্দেশ্য ছাড়াই আমি একজন ফুটবলারকে মারাত্মকভাবে আহত করেছি। তার দ্রুত সুস্থতা কামনা করছি। জগতের সবটুকু শক্তি তার সহায় হোক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত