ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আবাহনীর আগেই সিলেটে মালদ্বীপের ক্লাবের খেলোয়াড়রা

আবাহনীর আগেই সিলেটে মালদ্বীপের ক্লাবের খেলোয়াড়রা

এবারের এফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড খেলবে দেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী। ঘরের মাঠ সিলেটে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ আগস্ট। সেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ঈগলস। ম্যাচটি গড়াবে সিলেট জেলা স্টেডিয়ামে। ম্যাচটি খেলতে এরই মধ্যে সিলেটে পৌঁছেছে মালদ্বীপের ক্লাবটির ফুটবলাররা। আন্তর্জাতিক ম্যাচগুলোতে সফরকারী দলগুলোকে তিন দিন আগে পৌঁছাতে হয়। মালদ্বীপের দলটি তার চেয়ে কিছুটা আগেই চলে এসেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় ঢাকায় নেমেছে মালদ্বীপের দলটি। বিকাল ৪টায় তাদের সিলেটের ফ্লাইট। সিলেটে ক্রমাগত বৃষ্টি হওয়ায় অনুশীলন মাঠের সংকট রয়েছে। এজন্য ঢাকা আবাহনী সিলেট যাবে ১৪ আগস্ট। এএফসি কাপের প্লে-অফ ম্যাচটি ছিল জাতীয় শোক দিবস ও আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রয়াণ দিবস ১৫ আগস্টে। একই দিন ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় মোহনবাগানও খেলা পেছানোর দাবি জানায়। দুই ক্লাবের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচটি একদিন করে পিছিয়ে দেয় এএফসি। ঢাকা আবাহনী গতবার এএফসি কাপের প্লে-অফে মোহনবাগানের বিপক্ষে হেরেছিল। এবার মালদ্বীপের ক্লাব ঈগলসের বিপক্ষে জিতলে আবার ভারতের মোহনবাগানের বিপক্ষে খেলতে হতে পারে। সেক্ষেত্রে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত