ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এশিয়া কাপের দল ঘোষণা

মাহমুদউল্লাহর জায়গা হয়নি নতুন মুখ তামিম ও শামীম

মাহমুদউল্লাহর জায়গা হয়নি নতুন মুখ তামিম ও শামীম

কে থাকছেন আর কে বাদ পড়ছেন, তা নিয়ে হাওয়ায় ভাসছিল গুঞ্জন। দিন যতই বাড়ছিল ততই ডানা মেলছিল ডালপালা। আলোচনা-সমালোচনা আর নানারকম জল্পনা কল্পনায় ক্রিকেটপ্রেমীদের মাঝে গত কয়েক দিন ধরেই বিরাজ করছিল টানটান উত্তেজনা। অবশেষে সব কিছুর অবসান ঘটিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাও আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেঁধে দেয়া সময়ের একেবারে শেষ দিনে এসে। ১৭ সদস্যদের দলে নতুন মুখ তানজিদ হাসান তামিম ও আগে ওয়ানডে না খেলা শামীম হোসেন পাটোয়ারী। তবে ৩৭ বছর বয়সি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে বিবেচনা করা হয়নি। মাহমুদউল্লাহর মতো আলোচনায় থাকা সৌম্য সরকারেরও স্কোয়াডে জায়গা হয়নি। তবে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। গত মার্চে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন নাসুম। মেহেদী হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর এশিয়া কাপে। মাহমুদউল্লাহর বাদ পড়ার অর্থ, তার আন্তর্জাতিক ক্যারিয়ারই প্রায় শেষ। তার বাদ পড়ার পর পঞ্চ পা-বের মধ্যে আর বাকি থাকলেন দুইজন। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার ২০২০ সালেই শেষ হয়ে গেছে। তামিম ইকবালও প্রায় যায় যায় অবস্থায়। কোমরের চোটের কারণে এশিয়া কাপ খেলবেন না। বিশ্বকাপ খেলতে পারেন কি না সন্দেহ। এরই মধ্যে অবসরের ঘোষণা দিলেও প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভাঙার কথা জানান তিনি। কিন্তু কবে মাঠে ফিরতে পারবেন তার নিশ্চয়তা নেই। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গে তানজিদ হাসান তামিম নাকি মোহাম্মদ নাঈমকে খেলানো হবে, সেটাই দেখার। যদিও ইমার্জিং এশিয়া কাপে ভালো করার কারণে তানজিদ তামিমের সম্ভাবনাই বেশি। তেমনটা হলে, এক তামিমের পরিবর্তে আরেক তামিমের পথচলা শুরু হবে বাংলাদেশ ক্রিকেটে। স্কোয়াডে রাখা হয়েছে পাঁচজন পেসার। মোস্তাফিজ, তাসকিন, হাসান মাহমুদ, শরিফুল এবং ইবাদত হোসেন। সাকিব আল হাসানের সঙ্গে অলরাউন্ডারের ভূমিকায় থাকবেন মেহেদী হাসান মিরাজও। বিশেষ স্পিনার নাসুম আহমেদ এবং মেদেহী হাসান। বাকিরা ব্যাটার। এর মধ্যে শান্ত-আফিফরাও হাত ঘোরাতে পারেন। ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। পাকিস্তান মূল আয়োজক হলেও সহআয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। মোট ম্যাচ ১৩টি, শ্রীলঙ্কায় হবে ৯ ম্যাচ। বাকি চার ম্যাচ পাকিস্তানে। গ্রুপ পর্বে বাংলাদেশ দুটি ম্যাচ খেলবে দুই দেশে। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে খেলার পর লাহোরে হবে আফগানিস্তানের সঙ্গে ম্যাচ। দুটি ম্যাচের মধ্যে বাংলাদেশ সময় পাবে মাত্র দুই দিন। দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম পর্ব খেলবে ছয় দল- পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় ফাইনাল। এশিয়া কাপ খেলতে ২৬ আগস্ট শ্রীলঙ্কা উদ্দেশে রওয়ানা দেবেন টাইগাররা।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও নাঈম শেখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত