ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাকিব-হাথুরুসিংহের পরিকল্পনায় নেই মাহমুদউল্লাহ

সাকিব-হাথুরুসিংহের পরিকল্পনায় নেই মাহমুদউল্লাহ

আগের দিনই মাহমুদউল্লাহ রিয়াদের এশিয়া কাপের দলে না থাকার ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল শনিবার সকালে যখন নির্বাচকরা দল ঘোষণা করলেন। সেখানে তারই প্রতিফলন দেখা গেল। অর্থাৎ, ১৭ সদস্যের দলে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। দল ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নুর প্রতি প্রশ্ন ছিল- মাহমুদউল্লাহকে কেন বাদ দেয়া হলো? জবাবে তিনি জানালেন, রিয়াদকে দলে নেয়া না নেয়ার ব্যাপারে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্টের মতামত নেয়া হয়েছে। যেখানে রয়েছেন কোচণ্ডঅধিনায়কও। তাদের মতামতের পরই বাদ দেয়া হয়েছে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে প্রথম দিকে। তারপর অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে, কী পরিকল্পনা- এসব চিন্তা-ভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেয়া হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনা আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো। ওদের সঙ্গে যেহেতু হেড কোচের একটা পরিকল্পনা আছে টিম কীভাবে পরিচালনা করা হবে। সব আলোচনা হয়েছে, আমাদের অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে।’ প্রধান নির্বাচকের এই কথায়ই স্পষ্ট মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে তারা কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে আলাপ করেছেন। তাদের দুজনের মতামতেই ‘না’ বোধক জবাব উঠে এসেছে। ফলে তাকে বাদ দিতে বাধ্য হয়েছেন নির্বাচকরা। ২০১৯ বিশ্বকাপের আগেও মাহমুদউল্লাহকে নিয়ে নেতিবাচক মানসিকতা প্রকাশ করেছিলেন সাকিব। তখন তিনি দলের অধিনায়ক ছিলেন না। এবার তো তিনি নিজেই অধিনায়ক। তার ওপর চার বছরের একটা গ্যাপ, রিয়াদের বয়স বেড়ে গেছে। আগের মতো ফর্ম নেই। শরীরও ঠিকমতো চলে না- সব মিলিয়ে সাকিব শুধু অভিজ্ঞতার আলোকে এমন একজন ক্রিকেটারকে দলে চাইবেন না- এটাই স্বাভাবিক। মাহমুদউল্লাহ বাদ পড়ার পর তার জায়গায় ছয়ে খেলে বেশ সফল মুশফিকুর রহিম। এই অভিজ্ঞ তারকা এক সময় সাতে খেললেও ওয়ানডেতে সবশেষ ৫ বছর সাতে খেলেছেন মাত্র তিনবার। সাতের বিবেচনায় তাই স্বাভাবিকভাবে রাখা হয়নি মাহমুদউল্লাহকে। এই জায়গায় আপাতত দলের পছন্দ মেহেদী হাসান মিরাজ। এ বিষয়ে নান্নু বলেন, ‘এই ম্যানেজমেন্টের আন্ডারে মিরাজকেই সাতে কন্ডিসডার করা হচ্ছিল কয়েকটা সিরিজে। মিরাজের ওপর আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী। ৮ নম্বরে অতিরিক্ত পেসার বা স্পিনার যখন যেটা যে কন্ডিশনে দরকার হবে, ওভাবেই কিন্তু আগায়। টিম ম্যানেজমেন্টের অনেক পরিকল্পনা আছে, যেগুলো এখানে শেয়ার করতে পারি না।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত